অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগে খেলতে পারেন ক্রিকেটপ্রেমী স্প্রিন্টার উসাইন বোল্ট। তাকে পেতে আলোচনাও চলছে। মূলত মেলবোর্নে জ্যামাইকান এই অ্যাথলেটকে আনতে জোর চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন।
লন্ডন অলিম্পিকে তিনটি স্বর্ণপদক জয়ী সর্বকালের সেরা এই অ্যাথলেটকে শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ। ট্র্যাকে নামার আগে জুনিয়র ক্রিকেট খেলতেন বোল্ট। আবারও ক্রিকেটে ফিরতে মরিয়া বোল্ট। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের জন্য ওয়ার্নের সঙ্গে কথাও বলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বোল্ট বলেন, ‘ওয়ার্ন আমার সঙ্গে যোগাযোগ করার পর বলেছেন, আমি সিরিয়াস কি না যদি হই তবে তিনি চুক্তি করার বিষয়ে আলোচনা করতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটকে আমি (বোল্ট) খুবই ভালবাসি।' জ্যামাইকাতে ক্রিকেট খুবই জনপ্রিয়। ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন ক্রিকেটার ওঠে এসেছেন বোল্টের দেশ থেকে। তাদের মধ্যে রয়েছেন ফ্রাঙ্ক ওরেল, মাইকেল হোল্ডিং, কার্টনি ওয়ালশ ও ক্রিস গেইল। নিজেকে অলরাউন্ডার হিসেবে দাবি করে বোল্ট বলেন, ‘যদি সুযোগ পাই তবে অবশ্যই চেষ্টা করবো। জানি, এটা মজার বিষয় হতে যাচ্ছে। কতোটা ভালো করতে পারবো জানি না। এজন্য আমাকে কঠোর অনুশীলন করতে হবে।' বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টার্সের খেলোয়াড় শেন ওয়ার্ন বোল্টের সমর্থনে এরই মধ্যে শুরু করে দিয়েছেন সোস্যাল মিডিয়া ক্যাম্পেইন। এক টুইট বার্তায় ওয়ার্ন লিখেছেন, ‘আমার মনে হয়, মেলবোর্নের জার্সি সুন্দর দেখাবে বোল্টের গায়ে।' আগামী ৭ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগ।
অনলাইন ডেস্ক