অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারানোর এক দিন পরই দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলার টাইগাররা। ১৩৩ রানের বিশাল হার দিয়ে দ্বিতীয় ম্যাচ শেষ করেছে জুনিয়র টাইগাররা। সুপার এইটে খেলতে হলে বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে যেকোন মুল্যে হারাতেই হবে টাইগারদের।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে রোববার টস হেরে প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের গড়া ২৯৪ রানের জবাবে ৩৪ ওভার তিন বলে ১৬১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক আনামুলের ৩৯ ও আল-আমিনের ব্যাট থেকে ৩৩ রান যোগ হওয়ায় শত রানের কোটা পার করে হারের ব্যবধানটা কিছুটা কমে।
খেলার বিবরণঃ
ব্যাট করতে নেমে প্রোটিয়াদের অধিনায়ক শাদ বোয়েসের (১৮) সঙ্গে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের ৪৮ রানের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে শাইলিন পিল্লাইয়ের (২৭) সঙ্গে ৭০ ও তৃতীয় উইকেটে থিওনিস ডি ব্রুইনের সঙ্গে ৫২ রানের দুটি কার্যকর জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কক (৯৫)। দলীয় ১৭০ রানে নুর হোসেনের বলে মোসাদ্দেক হোসেন জুনিয়রের হাতে ক্যাচ দেয়ার আগে ৯৫ রান করেন কক। তার ৯৩ বলের ইনিংসে নয়টি চার ও দুটি ছক্কা।
চতুর্থ উইকেটে মারে কোয়েটজির সঙ্গে ৫৪ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে সাজঘরের পথ ধরেন ব্রুইনও। ৫৪ বলে করা তার ৬৩ রানের ইনিংসে আটটি চার ও দুটি ছক্কা। এরপর কোয়েটজির ২৯, ডিয়েগো রোসিয়েরর ২০, কেলভিন স্যাভেজের ১৬ ও প্রিনেলান সুব্রায়েনের ১৪ রানের সুবাদে তিনশর কাছাকাছি স্কোর করে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের পক্ষে নুর হোসেন ও নাসুম আহমেদ তিনটি করে উইকেট নেন।
প্রোটিয়াদের ২৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ২৫ রানে ফিরে যান লিটন দাস। অধিনায়ক আনামুল উইকেটে এসে হাল ধরলেও বিপরীত প্রান্তে নিয়মিত বিরতিতে চলতে থাকে যাওয়া-আসার পালা। ৩৪ ওভারেই শেষ হয়ে যায় জুনিয়রদের ইনিংস। তৃতীয় উইকেটে সহ-অধিনায়ক নুরুল হাসানের (২৭) সঙ্গে অধিনায়ক আনামুল হকের ৫৮ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে।
দলীয় ৮৩ রানে নুরুলের বিদায়ের পর আসিফ আহমেদ (১) ও মোসাদ্দেক হোসেন জুনিয়রের (৭) দ্রুত বিদায় বাংলাদেশের বিপদ আরো বাড়ায়।ষষ্ঠ উইকেটে আল-আমিন জুনিয়রের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন আনামুলও (৩৯)। এরপর আল-আমিনকে একাই খেলতে হয়েছে। শেষ সাত ব্যাটসম্যানের মধ্য কেবল তিনিই পৌঁছান দুই অঙ্কের কোঠায়। তার ৩৩ রানের সুবাদে দেড়শ পেরোয় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ভিনসেন্ট মোর ও পিল্লাই তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ২৯৪/৮ (৫০ ওভার)
কিউ ডি কক ৯৫, ব্রুইন ৬৩
নাসুম ৩/৪৫, নূর হোসেন ৩/৪৪
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১৬১/১০ (৩৪.৩ ওভার)
আনামুল হক ৩৯, আল-আমিন ৩৩
মুর ৩/৪৪, পিলে ৩/৫
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক