গত মঙ্গলবার পাল্লেকাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ২০ ওভারে তিন উইকেটে ১৫৫ রান তোলেন ধোনিরা। গৌতম গম্ভীর ৮বলে ৬ রান, অজিঙ্কা রাহানে ২৫ বলে ২১ রান এবং বিরাট কোহলি ৪৮ বলে ৬৮ রান করেন।
বিরাট ১১টি চার মারেন। সিংহলিরা টাইট ফিল্ডিং ও উইকেট টু উইকেট বোলিং করেও সুবিধে করতে পারেননি। শামিন্দা ইরাঙ্গা ৩০ রানে দুটি উইকেট নেন।পরে ব্যাট করতে নেমে দশ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করে শ্রীলঙ্কা। আস্কিং রেট বেড়ে যাওয়ায় তখনই হারের অশনি সঙ্কেত দেখেন জয়বর্ধনেরা। মাহেলা জয়বর্ধনে ২৬,লাহিরু থিরিমানে ২০ রান করেছেন। এরপর ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রানে শেষ হয়ে যায় সিংহলিদের ইনিংস। ইরফান পাঠান ১৬ রানে তিনটি উইকেট নিয়েছেন। অশোক দিন্দা ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথিউজ সর্বোচ্চ ৩১ রান করেছেন।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক