রোবের্তো কার্লোস, পুরো নাম রোবের্তো কার্লোস দা সিলভা তাকে আর মাঠে দেখা যাবে না। সেই ট্রেডমার্ক কিক, লম্বা থ্রো আর গতিময় ছুটোছুটি।গত  ২ আগস্ট ২০১২  ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী ব্রাজিল জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়।

২০১১ সালে রাশিয়ার আলোচিত ক্লাব আনঝিতে আসেন কার্লোস। এ বছরের মার্চের পর থেকে আর কোন ম্যাচে মাঠে নামেননি তিনি। এ সময়ে মূলত অ্যাম্বাসেডর হিসেবে আনঝি অঞ্চলের ফুটবলের উন্নয়নে ভূমিকা রেখেছেন তিনি।

ব্রাজিলের জার্সি গায়ে ১২৫টি ম্যাচ জিতেছেন এই বাঁদিকের উইংব্যাক। ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালের ব্রাজিল বিশ্বকাপ দলের গর্বিত সদস্য ছিলেন কার্লোস। স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে ১১ মওসুম মাদ্রিদে কাটিয়েছেন তিনি। রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ ও চারটি লা-লীগা শিরোপা জিতেছেন কার্লোস। দীর্ঘ এক যুগ স্পেনে কাটানোর পর ২০০৭ সালে তুরস্কে যান। তবে তিন বছর সেখানে কাটিয়ে দীর্ঘ ১৫ বছর পর ২০১০ সালে করিন্থিয়াসের হয়ে আবার ব্রাজিলে ফিরে আসেন কার্লোস। এখানে বন্ধু রোনালদোর সঙ্গে এক মওসুম কাটিয়ে আনঝিতে নাম লেখান এই চ্যাম্পিয়ন ডিফেন্ডার। খেলোয়াড় হিসেবে অবসর নিলেও এখনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করছেন না তিনি। আনঝির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছেন তিনি।

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক