এই প্রথমবারের মতো অলিম্পিকের বোর্ড মেম্বার তালিকায় স্থান পেয়েছন এক বাংলাদেশি। তিনি হলেন, ড. মোহাম্মদ আবদুল বারী, এমবিই। ড. বারী যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা মুসলিম এইড’র কার্যকর কমিটির চিফ ট্রেজারার।সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য তাকে মেম্বার অব ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) খেতাব দেয়া হয়।

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ক্রীড়া অলিম্পিকের লন্ডন আসরে এবার বোর্ড মেম্বার রয়েছেন মোট ১৯ জন। এদের মধ্যে কেবল আব্দুল বারী-ই বাংলাদেশি। বাঙালি জাতির জন্য গৌরবের এই খবরটি শুক্রবার অলিম্পিক-২০১২ এর ওয়েবসাইট থেকে জানা যায়।

প্রথমবারের মতো অলিম্পিকে বোর্ড মেম্বারের গৌরব অর্জনকারী ড. বারী লন্ডনের প্রথম মসজিদ এবং মুসলিম সেন্টার ‘ইস্ট লন্ডন মসজিদ’ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি ২০০৬-২০১০ সাল পর্যন্ত ব্রিটিশ মুসলিম কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালে জন্ম নেয়া জনাব বারী, ইস্ট লন্ডন মসজিদের সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ১৯৭৮ সালে বাংলাদেশ এয়ার ফোর্সে চাকুরী করেন। পরে, পিএইডি করতে ১৯৮৩ সালে লন্ডনে আসেন। শিক্ষকতা ছাড়াও নানা সমাজ সেবায় নিজেকে জড়িত রাখেন জনাব বারী।

এ, কে, আজাদ – বার্তা সম্পাদক