দুজনই ফুটবলের জীবন্ত কিংবদন্তি। দুদেশের জনগণের কাছে তারা আরাধ্য। জনপ্রিয়তার কমতি কারও না থাকলেও শ্রেষ্ঠত্ব নিয়ে তাদের লাগালাগি বেশ পুরনো। মাঝেমাঝে তারা নানা মন্তব্য করে এই তীক্ত সম্পর্ককে আরও আলোচনায় নিয়ে আসেন।

এরা হলেন- ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে আর অন্যজন হলেন-আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। এদের দুজনের আবার প্রিয়পাত্র নেইমার এবং মেসি।

পেলে যেমন নেইমারে নিজের ছায়া দেখেন; তেমনি মেসি তাকেও ছাড়িয়ে যাবেন বলে মানেন ম্যারাডোনা। মেসি-নেইমার অবশ্য অগ্রজ দুজনের এই তর্কে নেই। নেইমারের সেরা তালিকায় আছেন মেসি। ক্লাব বার্সেলোনার হয়ে মেসি যেমন দ্যুতি ছড়াচ্ছেন; নেইমারও সান্তোসের হয়ে আলো ছড়াচ্ছেন। এখন ল্যাটিনের এই দুই তারকাকে যদি এক বৃত্তে দেখা যায়- তা হলে ফুটবলপ্রেমীদের কাছে তা হবে অন্য রকম রোমাঞ্চের।

হ্যাঁ, নেইমারকে চলতি মৌসুমেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দেখা যেতে পারে। ক্লাবের ভাইস-চেয়ারম্যান হোসে মারিয়া বার্টোমিউ এমনই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, এই মৌসুমেই নেইমারের সাথে চুক্তি করবে বার্সোলোনা। নেইমার এখন লন্ডন অলিম্পিকে ব্রাজিলের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন। মিশরের বিপক্ষে নিজে গোল করার সাথে করিয়েছেনও। বেলারুসের বিপক্ষে জোড়া গোল করেছেন। দলও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে।

২০ বছর বয়সী নেইমার সম্প্রতি ইউরোপে খেলার বিষয়ে ইচ্ছার কথা জানালে হোসে মারিয়া তার সাথে যোগাযোগ করেন। আলোচনা ইতিবাচক হওয়ায় তার প্রতি বার্সার ইচ্ছার কথা আর তিনি গোপন রাখেননি। তিনি বলেন, ‘নেইমার? অলিম্পিকে আমরা সবাই তার খেলা দেখছি। যদি তিনি ইউরোপে খেলতে আগ্রহী হন, তাহলে বার্সা তাকে পেতে চেষ্টা করবে।’

নেইমারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, নেইমারকে দুই বছরের জন্য পেতে বার্সেলোনা তার ক্লাব সান্তোসের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাক, নেইমার কি করেন! এই জুটি বার্সায় একসাথে খেললে তা হবে ফুটবল রাজত্বে বার্সেলোনার আরেক আবির্ভাব। ফুটবলপ্রেমীরাও নিশ্চয় সে মুহূর্ত মিস করতে চাইবেন না।

অনলাইন ডেস্ক