মারিয়া শারাপোভাকে অনেকটা উড়িয়ে দিয়ে লন্ডন অলিম্পিকে টেনিসে মেয়েদের এককে সোনা জয় করে নিলেন সেরেনা উইলিয়ামস। এইদিন বলতে গেলে পাত্তাই পাননি রাশিয়ার টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। লন্ডন অলিম্পিকের অষ্টম দিনে ৬-০, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে অলিম্পিক টেনিসের মেয়েদের এককের সোনা জিতেন সেরেনা।
এককে এটিই সেরেনার প্রথম অলিম্পিক সোনা। স্টেফি গ্রাফের পর মাত্র দ্বিতীয় নারী হিসেবে টেনিসের সবগুলো গ্র্যান্ড স্লাম শিরোপা এবং অলিম্পিকে সোনা জিতে ‘গোল্ডেন স্লাম’ পূরণ করলেন সেরেনা। উইম্বলডনের সেন্টার কোর্টে শারাপোভাকে হারাতে মাত্র ৬২ মিনিট সময় নেন ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক সেরেনা। ফাইনালে মাত্র একটি গেম হারা সেরেনা পুরো প্রতিযোগিতায় মাত্র ১৭টি গেম হেরেছেন।
কিছু দিন আগে উইম্বলডনের শিরোপা জেতা সেরেনার এটা টানা সপ্তদশ জয়। এর আগে বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ২০০০ সিডনি ও ২০০৮ বেইজিং অলিম্পিকে মেয়েদের দ্বৈতের সোনা জিতেছিলেন তিনি।
এদিকে, রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। আজারেঙ্কাই বেলারুশের জন্য প্রথমবারের মতো অলিম্পিক পদক জিতে নেন।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক