ডাবলিনের ছেলে নয় বছর বয়সী জ্যাক গিলসেনান সারা পৃথিবীর সেরা ফুটবল ক্লাব বার্সেলোনার ফুটবল প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ নেয়ার দুর্লভ সুযোগ পেয়েছে যেমনটি পেয়েছিল বিশ্বের সেরা খেলোয়ার মেসি৷ চারশোর ও বেশি খুদে ফুটবলার এই সুযোগ পাওয়ার জন্য কয়েক ধাপে পরীক্ষা দিয়েছিল৷
পরীক্ষার শেষ পর্বে সবাইকে অবাক করে দিয়ে জ্যাক ৭ টি গোল দিয়েছিল, জ্যাক এর পরিবার তাকে নিয়ে খুবই গর্বিত৷ জ্যাক-এর সুন্দর বিকাশের জন্য তার পরিবার বার্সেলোনাতে স্থায়ী ভাবে বসবাসের পরিকল্পনা করেছে৷ জ্যাক কে নিয়ে তাদের অনেক স্বপ্ন৷ জ্যাক বড় হয়ে আয়ারল্যান্ড -এর জাতীয় দলে খেলতে চায়৷ জ্যাক ও তার পরিবার যখন অস্ট্রেলিয়াতে ছিল তখন তার খেলা দেখে স্পারস ক্লাবের জনৈক কর্মকর্তা তাকে তাদের খুদে প্রশিক্ষার্থী হিসেবে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেয়৷ জ্যাক-এর পরিবার তাকে স্পারস প্রশিক্ষণ ক্লাবে ভর্তি করার জন্য অস্ট্রেলিয়া থেকে যুক্তরাজ্যে নিয়ে আসে৷ কিন্তু নীয়তির ইচ্ছা কিছু অন্যরকমই ছিল৷ বার্সেলোনার এক প্রাক্তন খেলোয়ারও অস্ট্রেলিয়াতে তার খেলা দেখে মুগ্ধ হন৷ পরে সে জ্যাক-এর বাবা স্টিফেন এর সাথে যোগাযোগ করে জ্যাককে বার্সেলোনার প্রশিক্ষণ একাডেমিতে ভর্তি করার জন্য উপদেশ দেন৷ সে পথ ধরেই জ্যাক আজ বার্সেলোনায়৷ অদূর ভবিষ্যতে আয়ারল্যান্ড তথা সারা বিশ্ব একজন আইরিশ মেসির আবির্ভাব দেখতে পাবে বলে অনেকে প্রত্যাশা করছেন৷
অনলাইন ডেস্ক