বিসমিল্লাহির রাহমানীর রাহীম
আস্ সালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ
সম্মানিত ভাই ও বোনেরা,
আলহামদুল্লিাহ! বছর ঘুরে আবারও এসেছে মাহে রমজান। রমজানের এমন একটি ক্ষণে রহমতের ছায়া বিস্তার করছে যখন জগৎবাসী কোভিড-১৯ এর বেপোরোয়া তান্ডবে নিজ গৃহে সেচ্ছায় গৃহবন্ধী হতে বাধ্য হয়েছে। মানুষের সমস্ত শক্তিই নিথর হয়ে গেছে। সমস্ত ধর্মাবলম্বীরাই আজ আকাশের মালিকের দিকে তাকিয়ে আছে এর থেকে নিস্তার পাওয়ার জন্য। কিন্তু আমরা কি আজীবন বেচেঁ থাকতে পারবো? পরকালেতো যেতেই হবে, তার জন্য কি প্রস্তুত করেছি? সময় খুব দ্রুত গতিতেই চলে যাচ্ছে আমাদের জীবন থেকে।
বিগত রমজানে আমাদের মাঝে যারা বেচেঁছিলেন, একটি বছরের আবর্তনে আমরা জনাব জুনায়েদ ও আমরুল হোসাইকে (ডাবলিন) হারিয়েছে। আগামী রমজান পর্যন্ত কে কাকে হারাব তা আমরা জানিনা। হতে পারে এ রমজানই আমার অথবা আপনার জীবনের শেষ রমজান। আসুন এ মাসে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নিজেদেরকে উৎসর্গ করি।
রমজানে কিছু তাৎপর্য ও অর্জন নিয়ে চিন্তা ভাবনা করি
- তাক্ওয়া অর্জনের জন্য এ মাসকে প্রশিক্ষন সেশন বানাই।
- কুরআন পড়ি, কুরআনের শিক্ষা অনুযায়ী নিজের জীবন, পরিবার ও সমাজ গঠন করি।
- মানুষকে মানুষের গোলামী প্রভুত্ব ও জুলুম অত্যাচার থেকে মুক্ত করে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করি
- রমজান পালনের মাধ্যমে আল্লাহর সন্তষ্টি ও আধ্যাত্নিক গুণাবলী অর্জন করি।
- অতীতের সকল ভুল-ত্রুটির জন্য তওবা করে এবং ভবিষ্যতে না করার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করি।
- অকল্যাণকর অভ্যাসগুলি পরিহার করার প্রত্যয় নেই।
- প্রতিদিন বেশি বেশি তওবা ইন্তেগফার করি।
- ধৈর্য, আত্নসংযম ও ত্যাগের গুন অর্জন করি।
- ইহসান, সততা, ন্যায়-নিষ্ঠতা ও অন্তরিকতা অর্জনের মাস বানাই।
- প্রদর্শন ইচ্ছাকে না বলে দেই।
- আল্লাহ্ তায়ালার রাস্তায় দানের প্রতিযোগীতা করি।
- আত্নীয়-স্বজনের সাথে যোগাযোগ বৃদ্ধি করি এবং তাদের সাথে দুনিয়াবি প্রতিযোগীতা পরিহার করি।
- কেনা কাটার মাস বানানো থেকে বিরত থাকি।
- খাদ্যত্ত্বোসব থেকে বিরত থাকি।
- প্রতিরাতে কমপক্ষে ২ রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করি।
- প্রতিদিন কমপক্ষে (বিশেষ করে নামাজে পঠিতব্য) একটি সূরা শুদ্ধ করে তিলাওয়াত করার প্রশিক্ষণ নেই।
- পুরো মাসে কমপক্ষে একবার কুরআন শরীফ খতম করি।
পরিশেষে পিস্ মিশন আয়ারল্যান্ড এর পক্ষ থেকে আমার বিনীত আবেদন, আমি যা বলতে চেষ্টা করেছি তা যে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি এবং রমজানের শিক্ষা থেকে সর্বোচ্চ পরিমাণ ফায়দা অর্জন করতে পারি। সমগ্র বিশ্বের যে সকল মানুষ এ মহামারীতে মৃত্যুবরণ করেছে তাদের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা ও জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকায় জায়গা দান করুন। আমীন।
আপনাদের ভাই
খন্দকার মুঈনউদ্দিন
সভাপতি (পিস মিশন আয়ারল্যান্ড)