সুরা আল কদর এর বাংলা অনুবাদ হলোঃ আল্লাহ’র নামে শুরু করছি যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(০১) আমি একে নাযিল করেছি শবে-কদরে। (০২) শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? (০৩) শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। (০৪) এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। (০৫) এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
রমজানের শেষ ১০ দিনের বিজোড় ৫ রাতের যে কোন এক রাত হলো পবিত্র শবে কদরের রাত। ইসলামী বিশেষজ্ঞদের মতে ২৬ রমাজান দিবাগত রাতই পবিত্র শবে কদরের রাত। আর সেই রাতটি হলো আগামী ১৪ আগষ্ট ২০১২ । শবে কদর হচ্ছে পবিত্র রমযান মাসের অন্যান্য সব রাতগুলোর মধ্যে ইবাদত-বন্দেগী ও আধ্যাত্মিকার সর্বোচ্চ স্থরপূর্ণ রাত।
যে রাতের ইবাদতকে বছরের অন্যান্য এক হাজার মাসের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। যে রাতে ফেরেশ্তাকুল আল্লাহ্ সুবহানাহু তা’য়ালার ইচ্ছায় এই ধরায় নেমে আসেন এবং মানুষের প্রতিটি আমলকেই নিখুতভাবে পর্যবেক্ষণ করেন ও আগামী শবে কদর পর্যন্ত তাদের ভাগ্যলিপিতে পরিবর্তন ও পরিবর্ধন দিয়ে যান।
এ রাত পবিত্র কোরআন নাযিল হবার রাত। সর্বোপরি এ রাত হচ্ছে স্রষ্টার আশ্রয়ে সৃষ্টির ফিরে আসা এবং নিজেকে ভুলে আল্লাহ্ সুবহানাহু তা’য়ালার চিন্তায় মত্ত থাকার রাত। প্রকৃতপক্ষে মহান আল্লাহ্ রাববুল আ’লামিনের সাথে ঐশী প্রেম করার রাত।
বিঃ দ্রঃ ডাবলিন মুসলিম সেন্টার, ক্লনডালকিন এ সারা রাত ইবাদত করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এ, কে, আজাদ – বার্তা সম্পাদক