শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রীর বাতি উদ্দিনের সমর্থনে দেশটির সাধারণ মুসলিম নাগরিকরা বিক্ষোভ করেছে। দেশটির একজন বিচারক বিতর্কিত রায় দিলে তার সমালোচনা করলে বাণিজ্যমন্ত্রী বাতি উদ্দিনের বিরুদ্ধে আরো সাত আইনজীবী আদালতে অভিযোগ দায়ের করেন।
এরপর বাতি উদ্দিনের প্রতি সংহতি জানিয়ে শ্রীলংকার শতশত মুসলমান রাজধানী কলম্বোতে বিক্ষোভ করে। তারা গত শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন ব্যানার নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। একই সাথে তারা দেশটির মানার এলাকার মুসলমানদের অধিকার রক্ষায় শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী বাতি উদ্দিনের প্রশংসা করে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারী মুসলমানরা অভিযোগ করেছেন, আদালতের ওই বিচারকের দেয়া রায় থেকে বোঝা যায়, তিনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তামিলদের পক্ষপাতিত্ব করছেন। শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় মানার এলাকায় একটি জেলে পাড়ার মালিকানাকে কেন্দ্র করে ওই বিরোধের সূচনা হয়।
শ্রীলঙ্কার মোট জনসংখ্যার দশ শতাংশই মুসলমান। দেশটিতে ১৫শ’ মসজিদ, ১০০টি কুরআন শিক্ষা কেন্দ্র এবং ২০০টির মত মাদ্রাসা বা দ্বীনি শিক্ষাকেন্দ্র রয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কার বৌদ্ধরা অভিযোগ করেছে, মুসলমানরা বৌদ্ধ অধ্যুষিত এলাকায় ইসলাম ধর্ম প্রচার করছে। এ অভিযোগের কারণে সেখানে জাতিগত সংঘাতের খবর পাওয়া গেছে। মুসলমানদের ওপর উগ্র বৌদ্ধদের হামলার পর ‘মিয়ালা’ জামে মসজিদ পরিচালনা কমিটি প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজা পাকশের কাছে লেখা চিঠিতে ‘মিয়ালা’ গ্রামে মুসলমানদের সমস্যার কথা তুলে ধরে সেখানে বিরাজমান উত্তেজনা কমিয়ে আনতে সরকারের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
শ্রীলংকার ‘মিয়ালা’ গ্রামে ৩৮০টি মুসলিম পরিবার বসবাস করে। মুসলমানরা প্রতি রাতেই এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নানাভাবে উগ্র বৌদ্ধদের হাতে হয়রানির শিকার হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে বৌদ্ধরা মুসলমান দোকানদারের কাছ থেকে জিনিস কেনার পর পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো হত্যার হুমকি দেয়।
অনলাইন ডেস্ক