প্রেস বিজ্ঞপ্তিঃ আগামীকাল রবিবার, ৫ই জুলাই ২০২০, জার্মান সময়ঃ সন্ধ্যা ৬টা, আয়ারল্যান্ড এবং ইউনাইটেড কিংডম সময়ঃ বিকাল ৫টা এবং বাংলাদেশ সময়ঃ রাত ১০টায়, ZOOM এর মাধ্যমে এক অন লাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনায় অংশগ্রহন করে আপনি আপনার সুন্দর সাংগঠনিক মতামত তুলে ধরুন।
"করোনা পরিস্থিতি এবং সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের ভূমিকা" বিষয়ে এবারের আলোচনায়, প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রবাসীবন্ধু ড. আবদুস সোবহান গোলাপ এমপি।
আলোচনা সভাটির সভাপতিত্ব করবেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠা সাধারন সম্পাদক এম এ গনি।
সমন্বয় করবেন, তুরস্ক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এম এ ফারুক প্রিন্স।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকবেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান সভাপতি/সাধারন সম্পাদকসহ ইউরোপের সিনিয়র নেতৃবৃন্দ।
উক্ত আলোচনায় অংশগ্রহন করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন।
Topic: করোনা পরিস্থিতি এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের ভুমিকা
Time: Jul 5, 2020 06:00 PM Amsterdam, Berlin, Rome, Stockholm, Vienna
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5888102746…
Meeting ID: 588 810 2746
Password: Joybang71
One tap mobile
+13126266799,,5888102746#,,,,0#,,894542# US (Chicago)
+13462487799,,5888102746#,,,,0#,,894542# US (Houston)
Dial by your location
+1 312 626 6799 US (Chicago)
+1 346 248 7799 US (Houston)
+1 646 558 8656 US (New York)
+1 669 900 9128 US (San Jose)
+1 253 215 8782 US (Tacoma)
+1 301 715 8592 US (Germantown)
Meeting ID: 588 810 2746
Password: 894542
Find your local number: https://us02web.zoom.us/u/kcllB4KzfN
নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক