দুঃখিত, আয়ারল্যান্ড আওয়ামী লীগ এর আহবায়ক জনাব বেলাল হোসেন কর্তৃক "আয়ারল্যান্ড আওয়ামী লীগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ" নামক নিউজটি লেখা হয়নি। জনাব হোসেন TheIBB.org কে টেলিফোনে নিশ্চিত করেছেন প্রকাশিত লেখাটি সম্পর্কে তার কোন ধারণা নেই এবং তিনি এই লেখাটি লেখেননি।
জনাব হোসেন আরো নিশ্চিত করেন জনাব ইকবাল আহমেদ লিটনের সাথেও এই নিউজটির বিষয়ে তার কোন কথা হয়নি।
আয়ারল্যান্ড আওয়ামী লীগ থেকে আরো বলা হয়, "কতিপয় ব্যাক্তি আয়ারল্যান্ড আওয়ামী লীগের নাম দিয়ে ফেইসবুকে একের অধিক পেইজ তৈরি করে সেখান থেকে এই ধরণের বিভ্রান্তমূলক ফেইক নিউজ দিয়ে আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটিতে দ্বন্দ সৃষ্টি করছে। আয়ারল্যান্ড আওয়ামী লীগ থেকে এই ধরণের কার্যকলাপ পরিচালনার জন্য বি. এন. পি এবং জামাত শিবিরকে দায়ী করা হয়েছে। আয়ারল্যান্ড আওয়ামী লীগ থেকে আরো বলা হয়েছে, কতিপয় ব্যাক্তি পূর্বে জামাত শিবির ও বি. এন. পি'র রাজনীতিতে বাংলাদেশে, ইংল্যান্ডে এবং আয়ারল্যান্ডে স্বক্রিয় ছিল। ওই সকল বি. এন. পি এবং জামাত শিবিরের লোকজন আয়ারল্যান্ড আওয়ামী লীগে ছদ্ববেশে যোগদান করে আয়ারল্যান্ড আওয়ামী লীগ ও ডাবলিন আওয়ামী লীগকে ধ্বংসের পায়তারায় লিপ্ত হয়েছে। আয়ারল্যান্ড আওয়ামী লীগ ও ডাবলিন আওয়ামী লীগ ওই সকল ব্যাক্তিদের ষড়যন্তকে রুখে দিবে"।
বিভ্রান্তিমূলক ফেইক নিউজটি প্রকাশ করা হয়েছিলঃ
মঙ্গলবার, ২রা জুন ২০২০, আয়ারল্যান্ড সময় সকাল ০৫:৩২:১৬
বিভ্রান্তিমূলক ফেইক নিউজটি সরিয়ে নেওয়া হয়েছিলঃ
মঙ্গলবার, ২রা জুন ২০২০, আয়ারল্যান্ড সময় সকাল ১১:৪৭:৫১
আমরা TheIBB.org থেকে দুঃখ প্রকাশ করছি এই বিভ্রান্তিমূলক ফেইক নিউজটি প্রকাশ করার জন্য। ভবিষ্যতে TheIBB.org সত্যতা যাচাই করে নিউজ প্রকাশ করবে।
নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক