গত ৪ই সেপ্টেম্বর মঙ্গলবার ডাবলিনের রাধুনী রেস্টুরেন্টে ডাবলিন আওয়ামী লীগের এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শামসুল হক টুকু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মীরাজ সীকদার এবং ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক সহ প্রবাসী গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ইকবাল আহমেদ লিটন এর সভাপতিত্বে, সোহেল এর উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন ডাবলিন আওয়ামীলীগের সহসভাপতি জালাল আহমেদ (বি এ পাস), সহ-সভাপতি রনি, সাধারন সম্পাদক জনাব ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক অলক সরকার, কোষাধ্যক্ষ সৈকত, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মীরাজ সীকদার, সহসভাপতি আবদুল সালাম,সহসভাপতি কামরুন জামান, সাংগঠনিক সম্পাদক রফিক খান, সাংগঠনিক সম্পাদক জসিম, গালওয়ে আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসনে, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকর কমিটির অন্যতম সদস্য আসিফ শামছ রনজন সহ আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে আগত নেতা কর্মীরা। উক্ত অনুষ্ঠানে বক্তারা যুদ্ধ অপরাধীদের ও ২১ শে আগস্ট ২০০৪ সালের গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারীদের বিচারের জোরালো দাবী করেন এবং জাতির পিতা - বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানরে খুনীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি দিয়ে খুনের রাজনীতির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করার প্রস্তাব করেন।
প্রধান অতিথির বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব এডভোকেট শামসুল হক টুকু দীর্ঘ সময় নিয়ে বক্তব্য দিতে গিয়ে বর্তমান সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন। ওয়ান ইলেভেন-এর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অনির্বাচিত তত্ত্বাবাধায়ক সরকারের অধীনে কোন ভাবেই নির্বাচন হতে পারেনা এবং হবেনা। আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের প্রচারের জন্য ডাবলিন ও আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের আহবান করেন তিনি আরও বলেন অতীতের যে কোন সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে আইন শৃংখলার পরিস্থিতির উন্নতি হয়েছে। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা তিনি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব এডভোকেট শামসুল হক টুকু ডাবলিন আওয়ামী লীগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক জনাব ব্যারিষ্টার ফকির হোসেন জাকির কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন এবং ডাবলিন আওয়ামী লীগ ও আয়ারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মীরাজ সীকদার ও ইকবাল আহমেদ লিটন মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব এডভোকেট শামসুল হক টুকু কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক