গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব এডভোকেট সামসুল হক টুকু আয়ারল্যান্ড সফরে আসেন। অল বাংলাদেশী এসোসিয়েশ অফ আয়ারল্যান্ড ও বাংলাদেশ এসোসিয়েশ অফ ডাবলিনের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
সেখানে ডাবলিন ইডেন কলেজে প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সকল রাজনৈতিক দলের সম্মানিত ব্যাক্তিবর্গ উক্ত মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন। অল বাংলাদেশী এসোসিয়েশ অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইন জায়গিরদারের সভাপতিত্বে, সোহেল এর উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন ডাবলিন আওয়ামীলীগের সভাপতি জনাব ইকবাল আহমেদ লিটন, সাধারন সম্পাদক জনাব ফিরোজ হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সাবেক সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান, অল বাংলাদেশ এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট জনাব শামসুল হক, ভাইস প্রেসিডেন্ট জনাব আক্তার হোসেন, বাংলাদেশ চেম্বার্ অফ কমার্স এর সভাপতি জনাব ব্যারিষ্টার ফকির জাকির হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিনের প্রেসিডেন্ট জনাব জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট জনাব চুন্নু মাতবর, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাসির মজুমদার, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব কামরুল হক সহ আরও অনেক।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, অলক সরকার, আফসার উদ্দিন, আক্তার হোসেন, কাজী কবির, আইয়ুব আলী, ইকবাল মজিদ, আজিজুর রহমান মাসুদ, আরিফুল ইসলাম মাকসুদ, বুলবুল, জালাল আহমেদ, জাফর আহমেদ, শহিদ হোসেন, জনাব ডাঃ জিন্নুরাইন জায়গিরদার মাননীয় মন্ত্রীর কাছে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন এবং তাকে আয়ারল্যান্ডে আসার জন্য অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব এডভোকেট শামসুল হক টুকু দীর্ঘ সময় নিয়ে বক্তব্য দিতে গিয়ে বর্তমান সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন। ওয়ান ইলেভেন -এর কথা স্বরন করিয়ে দিয়ে তিনি বলেন, অনির্বাচিত তত্ত্বাবাধায়ক সরকারের অধীনে কোন ভাবেই নির্বাচন হতে পারেনা এবং হবেনা। তিনি আরও বলেন অতীতের যে কোন সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে আইন শৃংখলার পরিস্থিতির উন্নতি হয়েছে। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা তিনি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করবেন বলে আশ্বাস দেন।
এ, কে, আজাদ – বার্তা সম্পাদক