গত ২৮ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড শাখার (একাংশের) সম্মেলন ২০১২ কর্কের এম্বাসেডর হোটেল অনুষ্ঠিত হয়।
জনাব জাহিদ হোসেনের উপস্থাপনায় নুরুল হক গাজীর সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্ক শাখার সভাপতি জনাব নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম কবির, মোশারফ হোসেন, কামাল উদ্দিন, কবির আহমেদ, মনিরুল ইসলাম সুমন, শহিদুল ইসলাম রনি, আজিজুল ইসলাম মাসুদ, শাহীন রেজা, জাহিদ মোমিন চৌধুরী, এরশাদ উল্লাহ, কামরুল ইসলাম সহ আরও বিভিন্ন কাউন্টি থেকে আগত ব্যাক্তিবর্গ। বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড শাখার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্ববান করেন এবং বর্তমান সরকারের দুর্নীতির সমালোচনা করেন। এছাড়া টেলিকফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী দলের আহবায়ক জনাব আবদুল মালেক, ডেনমার্ক জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট আহমেদুল হক কর্নেল, নরওয়ে জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট বাদল ভুঞা, নেদারল্যান্ড জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট শরিফুল ইসলাম, বিরোধী দলীয় চীপ হুইপ জনাব জয়নাল আবেদিন ফারুক, নাজিমউদ্দিন আলম, ইতালীর দুলাল মিয়া সহ আরও অনেকেই। সম্মেলন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড শাখার (একাংশের) নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। জনাব মোশারফ হোসেন প্রেসিডেন্ট, জনাব কবির আহমেদ সাধারন সম্পাদক, জনাব শহিদুল ইসলাম রনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এ. কে. আজাদ - বার্তা সম্পাদক