গত ২৬ অগাস্ট রোজ রবিবার বিকেলে ৪ ঘটিকায় কর্ক এর মেট্রোপল হোটেলে আয়ারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোআ মাহফিলের আয়োজন করা হয়। 

উক্ত আলোচনা সভায় বক্তৃতা রাখেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মীরাজ সীকদার, সহসভাপতি আবদুল সালাম, সাংগঠনিক সম্পাদক রফিক খান, গলওয়ে আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসনে, কর্ক আওয়ামী লীগের সভাপতি ফয়েজউলা সিকদার ও আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে আগত নেতা কর্মী সহ প্রবাসী বাংলাদেশীরা। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, "২১ শে আগস্ট ২০০৪ সালের গ্রেনেড হামলার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা ১৫ ই আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল, চেয়েছিল বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে। কেঁড়ে নিতে চেয়েছিল বাংলা আর বাঙ্গালীর আস্থার প্রতীক, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে অতন্দ্র প্রহরী, ভোট ও ভাতের অধিকার আদায়ের নির্ভীক রাষ্ট্রনায়ক, গনতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন, বিশ্ব শান্তির দূত, আধুনিক বাংলাদেশ গঠনের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনাকে। চেয়েছিল আওয়ামীলীগের সকল বর্ষীয়ান নেতাকে খুন করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে"। উক্ত আলোচনা সভা থেকে তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা  জানানো হয় এবং খুনী ও সন্ত্রাসীদের অবিলম্বে ফাঁসি দিয়ে সন্ত্রাস ও খুনের রাজনীতির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করার প্রস্তাব করা হয়।

মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক