গত ৩০ জুলাই ডাবলিন আওয়ামীলীগ আয়ারল্যান্ড শাখার বার্ষিক সম্মেলন ২০১২ অনুষঠিত হয়। ডাবলিনের ইডেন কলেজ কনফারেন্স হলে বিকেল ৫টায় পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। জনাব সোহেল ও অলক এর উপস্থাপনায় উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব ফিরোজ হোসেন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জনাব মিরাজ শিকদার, প্রধান বক্তা জনাব ইকবাল আহমেদ লিটন, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আইরিশ সোস্যালিস পার্টির এম, পি মিসেস ক্লেয়ার ডেলী, অল বাংলাদশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরায়ান জায়গিরদার ও ব্যারিষ্টার জাকির হোসেন। উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন- জনাব মিনহাজুল আবেদিন শাকিল, রফিক খান, ফয়েজুল্লাহ শিকদার, কিবরিয়া হায়দার, নাফিস শামস রনি, কামরুজ্জামান, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আফসার উদ্দিন, বরুন দাস, জালাল উদ্দিন (বি এ পাস), অর্নব আহমেদ সেলিম, শামসুল ইসলাম সৈকত, জসিম উদ্দিন, জাফর আহমেদ, কচি, মাসুদ, টিটু খন্দকার, শাহাদাত হোসেন, দিপু সহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে ডাবলিন আওয়ামীলীগ আয়ারল্যান্ড শাখার সভাপতি জনাব ইকবাল আহমেদ লিটন, সাধারন সম্পাদক ফিরোজ হোসেন এর নাম সহ নব গঠিত কমিটির নাম ঘোষনা করা হয়।
এ, কে, আজাদ – বার্তা সম্পাদক