CCP (Chinese Communist Party) একটি একক দল শাসিত দেশ! আমরা অনেকেই চীনকে কমিউনিষ্ট দেশ হিসাবে বলতে ভুল করি!

চাইনীজ দার্শনিক এবং সমশাস্ত্রবিদ সান শু বলেছিলেন-
"Victorious Warriors win first and then go to war, While defeated warriors go to war first and then seek to Win" অর্থাৎ বিজয়ী আগে জয়ী হয়ে যুদ্ধে যায় আর পরাজিতরা আগে যুদ্ধে যায় তারপর জয়ী হবার আসায় থাকে!

চীন সম্পর্কে কমবেশী আমরা সবাই জানি! চীন শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে উঠে "The Great Wall of China", "British Opium War", "Tibetan Monks", "Mao Zedong", "Cultural Revolution" ইত্যাদি ইত্যাদি যা একটা বিশাল উদাহরণের সমগ্র...

যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশুনা করতাম ২০০১ এর দিকে তখন চীনের রাষ্ট্র কাঠামো নিয়ে আমি/আমরা যেভাবে দেখতাম সেই সময়কার চীন আর ২০২০ এর চীন অনেকটাই ভিন্ন!

চীনের কঠোরতম অবস্থান Falun Gong, Tibetan Monks, Uyghurs এবং Missionaries দের বিরুদ্ধে যা ওদের Maoism এবং Marxism সমর্থন দেয়, যদিও ওরা চিন Hui দের প্রতি অদ্ভুত কারনে পক্ষপাতিত্বে সদয়ও!!

প্রশ্ন জাগতেই পারে-
১) চীন এত ক্ষমতাধর হবার কারন কি?
২) কি তাদের রহস্য বিশ্বের এই জনবহুল দেশের?

COVID-19 ভাইরাস ২০২০ এর কারনে চীনকে অনেকে রাগান্বিত ভাবে "চাইনিজ ভাইরাস" বলে আখ্যায়িত করে আসছে, হয়ত অনেকে জানেন যে চীনের Wuhan প্রদেশের Virologist বিশ্ববিদ্যালয়ে ল্যাবের শীতাতপ নিয়ন্ত্রিত ফ্রিজে এখনও আরও ১৫০০ ধরনের ভাইরাস (জীবানু অস্ত্র) রয়ে গেছে!!

১৯৭৯ সালে চীনের অর্থনিতীর চাকা ঘোরা শুরু হয় মুলত চাইনিজ কমিউনিষ্ট নেতা Mr. Deng Xiaoping এর শাসনামলেই! মিষ্টার Xiaoping ব্যাপকহারে চীনে বিদেশী বিনিয়োগ নীতি এবং ব্যক্তি মালিকানায় বাণিজ্যকরণ ছিলো এর বড় ধরনের গুপ্তমন্ত্র!!

বলা হয় চীনের অর্থনীতি দুই ভাবে বিভক্ত যা ১৯৭৯ (Pre-reform era) সালের আগের চীন এবং ১৯৭৯ সালের পরিবর্তী (Post-reform era) চীন!!

চলুন দেখা যাক ১৯৭৯ সালের আগে চীন কেমন ছিলো-

১৯১২ সালে "Sun Yat-sen" এর নেতৃত্বে Kuomintang (Nationalist Party) চীন মুক্ত হয় অতীতের সকল ধরনের রাজতন্ত্রের পরিবার থেকে এবং চীন হয়ে যায় "Republic of China", ঐসময় চীন ছিলো একটা গরীব দেশ।

১৯৪৯ সাল "Chinese Civil War" চলাকালীন Communist Party চীন দখল করে। ১৯৫৮-৬১ সালে চেয়ারম্যান মাও (Maoist) "Great Leap Forward" আন্দোলন করেন যাতে ওরা চেষ্টা করে চীনের অর্থনীতি গতিশীল করার প্রয়াশ করেন। কিন্তু প্রচন্ড দুর্ভিক্ষে প্রায় ৩৫ মিলিয়ন চাইনীজ জনগন মারা যায় আর এরপর ১৯৬৬ সালে মাও আবার শুরু করেন ঐতিহাসিক ব্যর্থ "Cultural Revolution"! ১৯৭১ সালে চীন পরিবর্তিত হয় "PRC (People Republic of China)"!!

আর বর্তমান Taiwan এ সীমাবদ্ধ থাকে Kuomintang যাকে বলা হয় "Republic of China"! যা অনেকটাই ভিন্ন মুল ভুখন্ড চীনে থেকে!

১৯৭৮ সালে চীনের কমিউনিষ্ট ক্ষমতায় আসেন বিখ্যাত Deng Xiaoping!!

এইবার আসি Deng Xiaoping এর ১৯৭৯ সালের পরবর্তী চীন-
সংক্ষেপে বলি চীন তার অর্থনৈতিক উন্নয়নের সাথে ওদের দেশের মানব উন্নয়নের কাজ এক সাথে করেছে!

আর ওদের কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছে তিনটি ভাগে-
১) Physical Planning of production
২) Centralized allocation of materials আর
৩) Budgetary control of revenues and expenditures

আর ২০২০ সালে এখন এসে দেখি প্রেসিডেন্ট Xing Ping যখন কোন দেশে যান সাথে করে তার দেশের ব্যাবসায়ী এবং উদ্যোগপতিদেরকে সাথে করে নিয়ে যান পাকাপাকি বাণিজ্যচুক্তি করতে।

আর চিনের Toxic Loans (উচ্চহারে ঋণ) বিভিন্ন দেশে আরোপ করে নব্য কায়দায় দেশ দখল, আর নিজের দেশের Freedom and Religious Rights একদম কঠোরভাবে নিয়ন্ত্রন করে, যার কারনে এরা ওদের মতো করে অর্থনীতি এগিয়ে নিয়ে যাচ্ছে!

২০১৯/২০২০ সালে করোনা ভাইরাসে চীনের আক্রান্তের সঠিক তথ্য নিয়ে বিশ্বের অনেক দেশের প্রশ্ন রয়েছে তেমনি অনেকে দেশের মধ্যে আমেরিকা, অষ্ট্রেলিয়া, ব্রাজিল, ইংল্যান্ড এবং ফ্রান্সের অনেক পেশাজীবিরা দাবী তুলেছে ক্ষতি পুরনের দাবিতে!!

চীন মোটেও কিউবা এবং উত্তর কোরিয়ার মতো কমিউনিষ্ট দেশ নয় বরং সাদৃশ্য রয়েছে রাশিয়ার সাথে! যাকে আমরা বলি "State Runs Authoritarian Capitalism System" দেশ!!

লক্ষ্য করুন ১৯১০ সালে জাপান পুরো কোরিয়ায় দখল নেয় পরে ১৯৪৫ সালে উত্তর কোরিয়ার জন্ম হয় রাশিয়ার সৌজন্যে! আর আমেরিকার সৌজন্যে জন্ম হয় "দক্ষিণ কোরিয়ার" তাও জাপানীজ রাজতন্ত্র থেকে! বর্তমানে এশিয়ার একমাত্র পশ্চিমা সংস্কৃতিধারক ও বাহক দক্ষিণ কোরিয়া ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো দুই কোরিয়ান মধ্যেকার যুদ্ধে ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত! বর্তমান যে উন্নত "দক্ষিণ কোরিয়া" কে দেখছি তার ভূপত্তি ঘটে ১৯৭০ সালে "Saemaul Undong" যা "Dong Model" বলা হয়, আরোও ভালো করে বলতে হয় New Community Movement / New Village Movement বা "ক্ষুদ্র গ্রাম আন্দোলন"!! আর এই মডেল দক্ষিণ কোরিয়াকে উন্নয়নের ধারায় নিয়ে আসে।

নিরপেক্ষভাবে চীনের / দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক এবং শিক্ষার অবকাঠামোর অনেক বিষয় রয়েছে যার মধ্যে বেশকিছু দিকসমুহ আমাদের দেশসহ বিশ্বের অন্যান্য দেশসমুহও অনুসরন করতে পারে তবে অনুকরন নয়!

পরিশেষে আবারও সান শু এর বক্তব্য দিয়েই শেষ করি (বঙ্গানুবাদটা আপনারাই করে নিয়েন)
"The Supreme art of war is to subdue the enemy without fighting"!

সমীর কুমার ধর
ডাবলিন, আয়ারল্যান্ড