ধরে নিলাম আপনি দৈনিক অনেক কাপ চা পান করতে পছন্দ করেন পাশাপাশি আপনার পরিবারের অন্য সদস্যরাও! স্বাভাবিকভাবে আপনারা অনেকগুলো টি ব্যাগ ফেলে দিচ্ছেন তো? যদি তাই হয় তাহলে নিচে স্ক্রল করে টিপসগুলো জেনে নিন।

(ক) চা পাতা আপনার বাগানের মাটির পুষ্টি বাড়াতে সহায়তা করবে এবং নাইট্রোজেন এর স্তর বৃদ্ধি করবে।
(খ) চা পাতা আপনার বাগানের অন্যান্য পদের পচন তৈরিতে সাহায্য করবে।
(গ) আপনার ব্যবহৃত চা আপনার বাগানের সার তৈরিতে সহায়তা করবে।
(ঘ) আপনার সবজি বাগানের আগাছা দমনের জন্য টি-ব্যাগের গুরুত্ব অপরিসীম।
(ঙ) আপনার ব্যবহৃত টি ব্যাগ পরিবেশের সাথে একদম ক্ষতিকারক নয়।
(চ) আপনার প্রিয় বাগানের কীটপতঙ্গ প্রতিরোধে সহায়তা করে।
(ছ) টি ব্যাগের গন্ধ আপনার পাশের বাড়ির বিড়াল একদম পছন্দ করবে না তাই আপনার চিন্তার কোন কারণ নেই বিড়াল এসে আপনার বাগানে ইয়ে করে দেবে না।
(জ) টি ব্যাগ আপনার প্রিয় বাগানের পানি ধরে রাখতে সহায়তা করবে আপনার প্রিয় সবজি ফুল ও ফল সব সময় ফ্রেশ এবং তাজা থাকবে।
(ঝ) আপনার ব্যবহৃত টি ব্যাগ থেকে আপনি চারা গজাতে পারবেন বিশ্বাস না হয় আজকেই ট্রাই করে দেখুন।
(ঞ) টি ব্যাগ এর জন্য উপরের সুবিধাগুলো পেলেন এবং আপনার আবর্জনাও কমে গেল।

সত্যিই অবাক হওয়ার মত এত সুবিধা থাকতে ব্যবহৃত চায়ের থলে গুলোকে আজকেই কাজে লাগান এবং জৈব পদ্ধতিতে বাগান করুন সময় কাটুক বাগানের সাথে।

দিলীপ বড়ুয়া
ডাবলিন, আয়ারল্যান্ড
৭ই মে, ২০২০