ইসলামী ফোরাম অফ ইউরোপ - ডাবলিন সিটি সেন্টার শাখার উদ্যোগে গত ৮ই আগষ্ট, বুধবার স্থানীয় আইকট কলেজে এক জাকজমক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

আই. এফ. ই, ডাবলিন, সিটি সভাপতি জনাব ফুয়াদ হাসান টিপুর পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইসলামী ফোরাম অফ আয়ারল্যান্ডের কেন্দ্রীয় নেতা জনাব আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি দক্ষিনের সভাপতি জনাব ইকবাল হোসেন। এছাড়াও উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মজুমদার, সফিকুল ইসলাম, কামরুল হক, তপু, জাকির হোসেন, আরিফ আহমেদ, কাজী আহমেদুল কবির, মোজাম্মেল হক, আব্দুল্লাহ, পলাশ, আশিক, রায়হান, সাইদুল এবং লিঙ্কন সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে জনাব আলমগীর হোসেন, "ইসলামের আলোকে পরবাস জীবনের দৈননিন্দ জীবন যাপন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন"।

কামরুল হক - ডাবলিন, আয়ারল্যান্ড