চাঁপুরের হাজীগঞ্জ বড় মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য এক মাজুর ভিক্ষুক ১০ বস্তা সিমেন্ট দান করেছেন। এই ভিক্ষুককে দেখার জন্য মসজিদ মাঠে মুসল্লি ও জনতা ভিড় জমান।

খবর শুনে ছুটে এসে মসজিদের মোতাওয়াল্লি অধ্যক্ষ ডক্টর আলমগীর কবির পাটওয়ারী ও মসজিদের খতিব তার এই মহতি উদ্যোগে তাকে সাধুবাদ জানান। জানা যায়, এই মাজুর ভিক্ষুকের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায়। তার নাম খোরশেদ আলম। খোরশেদ জানান, আমার বাড়ি ঘর নদীতে ভেঙ্গে গেছে। দীর্ঘ ৪০ বছর ধরে চাঁদপুর চৌধুরী মসজিদ বিল্ডিংয়ের নিচে রাত যাপন করি। আমার দীর্ঘ দিনের আশা ছিল, আমি হাজীগঞ্জ বড় মসজিদে আমার বাবা মায়ের জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দান করব। তাই আমি ১০ বস্তা সিমেন্ট দান করলাম।

শরীফ চৌধুরী - চাঁদপুর