শিশু মৃত্যূর হারের দিক দিয়ে ভারতের অবস্থান বেশ পেছনের দিকে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সবার চেয়ে খারাপ অবস্থানে বিশাল জনসংখ্যার দেশ ভারত। বলার অপেক্ষা রাখে না, দক্ষিণ এশিয়ায় অনন্য দেশের মত, এদেশের অধিকাংশ জনগণ এখনও পুত্র সন্তান প্রত্যাশা করে।

উল্লেখ্য, গত এক যুগে গর্ভপাতের মাধ্যমে প্রায় ৮০ লাখ কন্যা শিশু হত্যা করা হয়েছে ভারতে। এদিকে ভারতের উত্তরাঞ্চলের একটি গ্রামে জীবন্ত কন্যা সন্তানকে কবর দেয়ার সময় ঘটনাস্থল থেকে শিশুটির পিতা ও চাচাকে আটক করেছে পুলিশ। বুধবার ভারতের উত্তর প্রদেশের পিলখুয়া জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পিলখুয়া দিল্লি থেকে ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

দুই মাস বয়সী শিশুর ওই পিতা জানায়, তার এক আধ্যাত্বিক গুরু তাকে উপদেশ দিয়েছে যে, সে তার এই কন্যা সন্তানটিকে জীবন্ত পুতে ফেলে তবে তার পরবর্তি অনাগত পুত্র সন্তানটি জীবনের নিরাপত্তা পাবে। পুলিশ কর্মকর্তা ভি কে যাদব বিবিসিকে জানান, কন্যা শিশুটিকে পুতে ফেলার জন্য নিয়ে আসলে কবরস্থানের রক্ষণাবেক্ষণকারী একটি শিশুর কান্না শুনতে পায় এবং সে ঘটনাটি সম্পর্কে দ্রুত পুলিশকে জানায়।

তিনি জানান, পুলিশ দ্রুত সেখানে পৌঁছানোর পর দেখলো যে কন্যা সন্তানটির পিতা ও চাচা কবর খনন প্রায় শেষ করেছেন। এবং তারা মেয়েটিকে সেখানে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এসময় শিশুটিকে কিছু ধর্মীয় চিহ্ন যুক্ত কাপর দিয়ে মোড়ানো হয় বলেও জানান পুলিশ কর্মকর্তা।পুলিশ শিশুটির পিতা ও চাচাকে আটক করলেও মানবিক দিক বিবেচনা করা মাকে ছেড়ে দিয়েছে। হত্যা ও চক্রান্তের দায়ে আটককৃত এ দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করেছে।

রাধিকা নামের ওই শিশুটিকে উদ্ধার করার পর পুলিশ তাকে পাশ্ববর্তী মেরাট শহরের একটি হাসপাতালে রেখেছে। সেখানে তাকে স্বাস্থ্য ও পুষ্টি সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির দেখাশুনার জন্য তার মাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

অনলাইন ডেস্ক