সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপসকে ব্যক্তিগতভাবে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ফেলপসকে শুধুমাত্র টুইট করাটাই যথেষ্ট মনে করেননি ওবামা। তাই লন্ডন গেমস চলাকালে ওবামা ব্যক্তিগতভাবে ফোন করলেন ফেলপসকে।

প্রেসিডেন্টের ব্যক্তিগত ফোন পেয়ে আশ্চর্যান্বিত এই সাঁতার তারকা। তিনি বলেন, সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত ছিল। আমি ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে তারা জানতে চাইল আমি ফেলপস কিনা এবং আমি বললাম, হ্যাঁ আমি ফেলপস বলছি। এবং তারা বললেন একটু লাইনে থাকুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কথা বলবেন। আমি বললাম ওকে। ইতোপূর্বে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের মাধ্যমে ফেলপসকে অভিনন্দন জানান ওবামা। নিজ হাতে কম্পোজ করে নিজের ইনিশিয়াল 'বো' লিখে অভিনন্দন জানানোর পর ফোন করলেন তিনি। ফেলপস বলেন, 'তিনি শুধুমাত্র জানালেন, দেশের প্রতিটি মানুষ কিভাবে আমাকে সমর্থন দিচ্ছেন এবং আমাকে নিয়ে কতটা গর্ববোধ করছেন। ফেলপস আরো বলেন, এটা ছিল সত্যিই আনন্দের এবং আমার মাকে ফোন করতে বলে তিনি শেষ করেন। সত্যিই এটা খুব ভাল একটা ফোন বলে উল্লেখ করেন ফেলপস।

স্পোর্টস ডেস্ক