রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিনের কবিতায় তিনি লিখেছিলেন 'ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায়/ নানা রবীন্দ্রনাথের একখানা মালা গাঁথার কথা'। বাংলা সাহিত্যে তিনি ছিলেন সেই মালা, যে মালা বহু ফুলের সুনিপুণ সংযোজনে গাঁথা।

ভালবাসা স্পর্শেও হয়, দেখেও হয়, না দেখেও হয়, চাহনিতেও হয়, প্রাপ্তিতেও হয়, হারালেও হয়। ঠিক কখন মনের শীতল জানালায় উষ্ণতার আলতো ছোঁয়া দেয় এ ভালবাসা টের পায়না কেউ-ই।

করোনার ভয়াবহ থাবায় পৃথিবী বেশ বদলে গেছে। নেমে এসেছে অদ্ভুত এক আঁধার। ক্রমান্বয়ে এ আঁধার বেড়েই চলছে। দিনের আলোতেও যেনো আজকাল নেই কোনো প্রাণ। সারা বিশ্ব কেবল কাঁদছে আর কাঁদছে। নীরব বোবা কান্না। যে কান্নায় কোনো শব্দ নেই, অশ্রু নেই, নেই গড়িয়ে পড়া চোখের জল। আছে শুধু আর্তি আর আহাজারি।