অহংকার 
        শ্যামল হোসেন
মহাশূন্যের গভীরে ঘন অন্ধকারে 
মন উল্কার মত বিচরণ করে
ক্রমশ কালো গুহার দিকে ধেয়ে চলে

খেলাঘর
        শ্যামল হোসেন

স্বপ্নেরা কানেকানে কথা বলে

আঁখির সমুখে আসেনা৷

কান্না
         শ্যামল হোসেন

মলিন ধরণী কি বেদনায়,

মেঘরূপে অবিরাম কেঁদে যায়।

বাহিরে তখন বৃষ্টি পড়ছিল তাই মনটা স্বভাবতই উদাস ছিল। কম্পিউটার অন করে প্রিয় কিছু পুরনো গান প্লে করে বসে গেলাম নতুন কিছু লিখবো বলে। এমন সময় আমার নির্বাচিত গান থেকে বেজে উঠলো বর্ণে গন্ধে গীতিতে - শচীন দেব বর্মণ এর গানটি।