অভাবের সংসারেই হোক আর রাজপ্রসাদেই হোক, প্রায় প্রতিটি বাবার কাছেই তার কন্যা পৃথিবীর সেরা সুন্দরীর ঈর্ষনীয় এক রাজকন্যা। কৃষ্ণ অথবা শ্যাম বর্ন যাই হোক না কেন বাবার কাছে সে তো শ্বেত পাথরের ঘাট বাধানো পুকুরের সদ্য ফোঁটা শ্বেত পদ্ম।

ভাবি, আমরা কি কোনো দিনই সভ্য হতে পারবোনা! অসভ্যতার অভিশাপ নিয়েই কি আমাদেরকে বেঁচে থাকতে হবে চিরকাল! সমাজের প্রতিটি স্তরে অসভ্য ইতরদের নগ্ন বিচরণ। নিজ নিজ পদমর্যাদা বা অবস্থানের কথা ভুলে গিয়ে তারা মেতে ওঠে অসভ্যতায়, মেতে ওঠে বর্বরতায়।

"সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না…।" পুরনো দিনের চিরায়ত সুন্দর এ গানের কথাগুলো সুখপ্রত্যাশী এবং অসুখ তাড়াতে মরিয়া যে কোনো নরনারীকে আমূল ছুঁয়ে যায়।