ছন্দপতন

     কামরুন নাহার রুনু

পাণ্ডুলিপিতে লেখা
অভিমানের ছাপ,

একঘেঁয়ে জীবনের গতানুগতিক ধারাবাহিকতা কেটে উঠতেই যেন উৎসবের বড্ড প্রয়োজন। তাইতো বিভিন্ন সামাজিক উৎসব বা অনুষ্ঠানাদির পাশাপাশি রয়েছে ধর্মীয় উৎসব পালনের বলিষ্ঠ বিধান। ধর্ম ভেদে বিভিন্ন মানুষ বিভিন্ন কায়দায় তাদের ধর্মীয় উৎসবাদি পালন করে।

কবিতার বর্ণনায় পাওয়া হত দরিদ্র আসমানী যে বাস্তবেরই এক চরিত্র তার সন্ধান মেলে কবিতাটি লেখার অনেক বছর পর। হৃদরোগ আর কিডনির নানা সমস্যায় দীর্ঘদিন লড়াই করে শনিবার ভোরে তিনি মারা যান বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 

গত বছরের অক্টোবর মাসের ঘটনা। আয়ারল্যান্ড এসেছি তখন প্রায় এগারো মাস, অথচ ইংল্যান্ড যাওয়া হয়নি একবারও। লন্ডন থেকে আমার কাজিন (পাভেল ভাইয়া) বারবার বলছে ঘুরে আসতে। পাসপোর্টে ব্রিটেনের মাল্টিপল ভিসা, চাইলেই ঘুরতে যাওয়া যায়।