সম্পর্কের মুগ্ধতা
-কামরুন নাহার রুনু
বাবা কথাটার সাথে দায়িত্ব শব্দটা খুব যায়
ঘাম জড়ানো শার্টে রুটিন করে ঘরে ফেরা
সেইসাথে অফিসের কিছু জরুরি ফাইল, বারান্দায় খবরের কাগজ
আর নিত্যকর্মে মনোনিবেশ করার উপদেশ রোপণ করে বাবার মুখ
আমাদের মা ছিলেন এই পড়ন্ত বিকালে
চায়ের কাপ হাতে বাবার ক্লান্তি দূরীকরণের এক অমোঘ ঔষুধ!
গাছের শিকড়ে যেমন থাকে মূল খাদ্যকণা
ডাল-পাতা শুষে নেয় রস তথা ভালোবাসা
তেমনি তিনি ছিলেন আমাদের কাছে এক আলোময় চিত্রকল্প
আমরা বাবাকে দেখতেই হতাম ভীষণ রকম ভীতু
কিন্তু মা-কে দেখতাম বেশ স্বাভাবিক
এরপর ব..হু..কা..ল
আমাদের ভাবনাময় শব্দরা বড় হতে হতে আমরাও যখন হচ্ছি বড়
এখন বুঝে নিতে সক্ষম হই-
মা-কে দেখে বাবা কেনো মোহাবিষ্ট চোখে এক নজর দেখে নিতেন…