চিৎকার
-সাজেদুল চৌধুরী রুবেল
ইতর পাখিরা আজো ডাকে
গাছের ডালে বসে, কবিতার মঞ্চে
উদোম শরীরে ময়লা খোঁজে
মানুষের রক্তে ওদের পিপাসা মেটে।
তাবৎ দুনিয়া আর্তনাদ করছে
ঐ শকুন গুলোর চোখ, কান নেই বলে
বাঁচার প্রত্যাশায় করুণ আর্তনাদ
শোষিতের বুকেই লুকিয়ে থাকে।
লিমরিক, আয়ারল্যান্ড
শনিবার, ৯ই মে, ২০২০