ত্রাণ
ত্রাণ রক্ষা করতে পেরেছ কি আমার প্রাণ?
ক্ষিাধার জ্বালা সইতে না পারা, হয়েছি ঘরের বাহির ত্রাণের আশায়।
মানুষের দৈর্ঘ্য সারি সারি অপেক্ষায় আছি কখন আসবে ত্রাণের গাড়ি।
নিয়েছি ত্রান দিয়েছি মুখ ভরা হাসি ব্যস্ত ওরা ছবি তুলতে পঙ্গপালের দল।
মানুষের চিৎকার আর হুড়োহুড়ি, কারো পায়ের চাপে এতিমের আহাজারি,
পুলিশের লাঠির বাড়ি পড়ে আছে লাশের সারি,
ত্রাণের আশায় ছুটে চলেছি মেম্বার চেয়ারম্যানের বাড়ি,
খালি হাতে ফিরছি মধ্যে দুষ্কৃতিকারীর হাতে হয়েছি সম্ভ্রমহানি, পাইনি ত্রাণ হারিয়েছি মান।
নেই কোনো কাজ বদ্ধ ঘরে আটকা আজ,
আমার সবকিছু জমানো আয় ফুরিয়েছে সব, নেই কোনো কাজ নাহি তবে লাজ, ভাবিয়া পাই না, সইতে পারিনা বিনা মেঘের বজ্রপাত।
চাইনা আমি ত্রাণ ফিরিয়ে দাও আমার শাশ্বত প্রাণ।
দিলীপ বড়ুয়া
ডাবলিন, আয়ারল্যান্ড
রবিবার, ৩রা মে, ২০২০