আত্মশুদ্ধি
-কামরুন নাহার রুনু
এক রোজ-
নিজ সংসারের দিকে তাকিয়ে দেখি
এক জরাজীর্ণ আত্মজীবনী পড়ে আছে মেঝেতে
আমার দিকে তাকিয়ে খানিকটা মুচকি হেসে বলল
এতো যে সংসার সংসার ভাবছো;
জানো কি তুমি কেবল ভাটির দিকে ধাবমান?
অভ্যাসবশত বলে ফেলি-
উফ বিরক্ত করোনা;
সারাদিনের কত কাজ পড়ে আছে
কোলের শিশুটি আঁচল টেনে বলে
মা তুমি কখনও মরে যেও না
ছেলের প্রশ্নের কোন উত্তর দিতে পারিনি ঠিক, তবে
মনে হয়েছে-
তিনিই জানেন ভোর কিভাবে আঁধারে মিলায়
তিনিই জানেন ঝনঝন চুরির আওয়াজ কখন থেমে যায়
আর তিনিই বিবি মরিয়মের কুমারী গর্ভে
দিয়েছিলেন ঈসা নবীর অস্তিত্ব!
আত্মশুদ্ধি
- দেখেছেন 681 জন