*প্রতীক্ষা*
    "সৈয়দা সুলতানা রুমা

ধরা-ছোঁয়ার বাইরে তুমি!!
আছো অনেক দূরে,
সারাক্ষণই খুঁজি তোমায়,
অনুভূতির চাদরে!
কে বলেছে কাছে নেই তুমি??
তুমি তো আছো আমার
ধমনী আর উপশিরায়!!
নিত্যদিনই সংসার পাতি
হোক না মিছে কল্পনায়!!
কখনও খুঁজে বেড়াই
আপাদমস্তক শরীরটায়,
পরক্ষণে পাই খুঁজে
অস্থির এই প্রাণটায়!!
স্বর্ণাক্ষরে লেখা ভালোবাসার গল্পগুলো,,,
পেয়েছে সম্মান আর স্বীকৃতি!!
ছোট্ট মনের,,,
অফুরন্ত ভালোবাসার,
দেবে কি মূল্য তুমি??
ছড়িয়ে দিতে জীবনে তোমার
উজ্জ্বল রঙের দ্যুতি!!
রাগ -অনুরাগে কেটে যাচ্ছে দিন
কাটছে বিরহে প্রহর,
তিমির রাত পেরিয়ে আবার
দেখবো যে প্রশান্ত ভোর !!
বুক বেঁধেছি আশার আলোয়
আসবে না বৈরী ঝড়,,
সপ্তর্ষি তারায় আলোকিত হব
গুনছি প্রতীক্ষার প্রহর!!!