'অস্থির'
অস্থিরতা এবং বিষন্নতা ঘিরে রেখেছে দিবা-রজনী,
হয়না শেষ, ক্ষণে ক্ষণে তন্দ্রা,
পালঙ্কে শুয়ে ভাবতে থাকা চারিদিকে শুধু অস্থিরতা,
ক্ষণে ক্ষণে ডান আর বাম নয়তোবা বসে থাকা অথবা পায়চারি করতে করতে বক্ষ শুকিয়ে যাওয়া,
তৃষ্ণার্ত আমার হৃদপিণ্ড চারিদিকে অন্ধকার মনে হয় সব কিছু হাহাকার দিবা-রজনী নেই কোন কাজ আছে শুধু চাপ।

পূর্ণিমার চাঁদ চারিদিকে ঝলমলে ঝিঁঝিঁ পোকার শব্দ,
বিষন্ন আবরণে ঢাকা আমার অশ্রু,
ঝিমঝিম করছে আমার দেহ,
দেখি না পূর্ণিমার আলো মনে হয় আমাবস্যার কালো রজনী করেছে গ্রাস চতুর্দিকে করেছে ত্রাস।

প্রযুক্তি আমায় দিচ্ছে সাথী,
যোজন যোজন দূরে থেকে দেখছি আমি প্রিয়জনকে,
নিচ্ছি খবর দিচ্ছি খবর সবাই সবার শুভকামনায় সংকল্প হোক এই কামনায়।

দীলিপ বডুয়া
ডাবলিন, আয়ারল্যান্ড
২৬শে এপ্রিল, ২০২০