'বুঝিনা'

আমি লকডাউন বুঝিনা
আমি বুঝি ১৪৪ ধারা,
আমি বুঝি কারফিউ
আমি সোশ্যাল ডিসটেন্স বুঝিনা
আমি বুঝি একাকী চারিদিকে থমথমে
বের হলেই আর্মি ,পুলিশের হাতে লাঠি ,অস্ত্রের মহড়া, বুট জুতার কচ কচ শব্দ।
আমি প্যানডেমিক, এপিডেমিক বুঝিনা, আমি বুঝি হাহাকার চারিদিকে মহামারী।
আমি আউট ব্রেক বুঝিনা, আমি বুঝি প্রাদুর্ভাব, আক্রান্ত চারিদিকে ছড়ানো।
আমি পিপিই বুঝিনা, আমি বুঝি সুরক্ষা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি।
আমি স্টে হোম বুঝিনা, আমি বুঝি ঘর থেকে বের হবো না।
আমি হ্যান্ডওয়াশ বুঝিনা, আমি বুঝি হাত ধোয়া
আমি হ্যান্ড স্যানিটাইজার বুঝিনা আমি বুঝি জীবাণুমুক্তকারী বা ধ্বংসকারী।
আমি ভাইরাস বুঝিনা, আমি বুঝি রোগজীবাণু
আমি ট্রান্সমিটেট বুঝিনা, আমি বুঝি হস্তান্তর।
ষোল কোটি মানুষের দেশ আমার বাংলাদেশ আমি বাংলায় কথা বলি বাংলা আমার মায়ের ভাষা কিন্তু এখন আমি অনেক বেশি বুদ্ধিমান, তিক্ষণ, চটপটে কথায় কথায় দুই একটা ইংলিশ না বললে একটু কম স্মার্ট যে লাগে নিজেকে মনে হয় একটু কম শিক্ষিত।
আমরা আজ একটু বেশি শিক্ষিত হয়ে গেছি একটু বেশি স্মার্ট হয়ে গেছি ইউটিউব দেখতে দেখতে ফেইসবুকিং করতে করতে কখনো ইংলিশ কখনোবা হিন্দি নিজেকে স্বপ্নে ওয়েস্টার্ন ভাবতে শুরু করেছি।
তবে সংখ্যায় তারা নগণ্য তবে শাসন করছে তারাই এজন্যই আমরা লকডাউন বুঝিনা, বুঝিনা সমস্ত ইংলিশ কে বাংলার মত করে প্রচার প্রচারণা যাকে কিনা বলা হয় বাংলিশ তথাকথিত এই বাংলিশ কে যদি রাষ্ট্রীয়ভাবে প্রচার-প্রচারণা করা হয় তাহলে বুঝতে হবে আমাদের অধঃপতন হচ্ছে যেটা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি।
বলিব বাংলায়, পড়িব বাংলায়, শুনিবো বাংলায়, বুঝিবো বাংলায়, বোঝাবো বাংলায় সমস্ত সম্প্রচার হউক বাংলায়।

দীলিপ বড়ুয়া
ডাবলিন, আয়ারল্যান্ড