কৃতজ্ঞতা
-ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার
বৈশ্বিক মহামারীর এই দুর্লক্ষণে
যারা আমাকে, স্মরণ করেছেন মনে মনে,
মেডিয়া মাধ্যমে, টেলিফোনে
স্মরণীকা বহনীয়া এই মহাক্ষণে
নষ্টালজিয়া,
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে, আমার মন ও মননে
দীর্ঘ ছয় যুগ দাড়িয়ে আছে, আমার সামনে
কত উত্তাল তরংগ পেরিয়ে এসেছি, এই হ্রস্ব জীবনে
পথচলা সংগ্রামের, কত উচ্চকিত লগনে
আমরা পাশাপাশি চলেছি এই নশ্বর ভূবনে
আপনাদের সাহ্নিধ্য ভুলবার নয় স্বপনে কিংবা জাগরণে।
সাহচর্য্য, স্নেহ, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসার উদ্বোধনে
আমরা পথ চলেছি, দুর্দান্ত উল্লংঘনে
সাহসের সেই ফুল হাতে আজো পথ চলা, চলছে পবনে
আমাদের প্রার্থনা,
স্বদেশের অবস্থান স্রষ্টার হস্তক্ষেপে স্তিমিত হোক এই লগনে
সভ্যতা রক্ষিত হোক গগনে
আলো বিচ্ছুরিত হোক দিগন্তে
আপনাদের প্রার্থনা,
আমাদের পাথেয় হয়ে উচ্ছলতা ও সমৃদ্ধি ছড়াক ভূবনে
বিশ্ব জগতে আবার আনন্দ আর উচ্ছলতা
ফিরে আসুক সুরমন্ডিত মগনে।