কেউ জানেনা
      -ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার

কোভিড-১৯, ভাইরাস

বেয়াদবটা খুব সিরিয়াস, মানেনা ত কোনই কথা,
মানুষ ধরা তাহার প্রথা, বাড়তে থাকে প্রতিক্ষনে,
ছড়িয়ে পড়ে জনে জনে।

ভাইরাস নিয়ে হাটছে মানুষ দলে দলে
হাটে, ঘাটে, পথে কিংবা নদীর ধারে, জলে স্থলে,
কেউ যদি পায় কোভিড রোগ
ভাগ্য গুণে সেরে উঠে থাকলে যোগ।

এর পরে,
আর হবে কি, আর হবেনা
আজ অবধি, কেউ জানেনা, কেউ জানেনা, কেউ জানেনা।
ইমিউনিটি, কতক্ষণ? কেউ জানেনা বিলক্ষন।

মরছে মানুষ, কারা এরা?
হাত ধোয়াটা যে মানেনা
দূরে দূরে যে থাকেনা
ঘরের ভিতর যে বাসেনা।

হাচি, কাশি ছড়ায় রোগ
করোনা কি করছে এসব, উপভোগ?
সবার কাছে অনুরোধ
দূরে থাকুন, বারে বারে, হাত ধোয়াটা রপ্ত করুন,
করোনাকে জব্দ করুন।।