খেলাঘর
        শ্যামল হোসেন

স্বপ্নেরা কানেকানে কথা বলে

আঁখির সমুখে আসেনা৷

অন্তহীন পথ দিগন্তে মেশে 
আমাকে হাতছানি দিয়ে ডাকে
কিন্তু হায় অথর্ব পা যে চলেনা৷

রুপালি সোনালী তরঙ্গ খেলা করে
তারই ভিরে ঘন অন্ধকার বয়ে যায়৷
হৃদয়ে উঠে ঝড়, উত্তাল উম্মাতাল
দিকবিদিকশুন্য মাঝি ছেড়ে দেয় হাল৷
নিরবে আত্মসমর্থন করে মনের যত সাধ 
নয়নের গহীন কোণে অশ্রু ভাঙ্গে বাঁধ৷

চেনা পথ কেমন অচেনা লাগে
নিশাচরেরা ক্রমশ ঘরে ফেরে৷
প্রতিক্ষার প্রহর গুণে একলা চকোরী
খেলাঘরে আমি অসংখ্য বর্ণ নেহারি৷