অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড গত সোমবার নতুন একটি ম্যাকবুক প্রো বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে। এটি সবচেয়ে হালকা ও পাতলা ল্যাপটপ বলে ধারণা করা হচ্ছে। গুগল ক্রোম অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত হালকা ও পাতলা ল্যাপটপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেই অ্যাপল নতুন এই ল্যাপটপ বাজারে ছেড়েছে।
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিলিপ শিলার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে বলেন, নতুন ম্যাকবুক প্রোতে রয়েছে দ্রুতগতির প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে আইভ ব্রিজ নামে সর্বশেষ কোর আইসেভেন প্রসেসর। রয়েছে ৭৬৮ গিগাবাইটের ফ্ল্যাশ স্টোরেজ ও ইউএসবি ৩ কানেকটিভিটি।
আশা করা হচ্ছে, নতুন এই ম্যাকবুক প্রো ল্যাপটপ ব্যাপক জনপ্রিয়তা পাবে। এটির পুরুত্ব ০ দশমিক ৭১ ইঞ্চি এবং ওজন মাত্র দুই কেজি। ব্যাটারিতে টানা সাত ঘণ্টা চলে।
এতে রয়েছে ১৫ দশমিক ৪ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। বলা হচ্ছে, এই ডিসপ্লে বিশ্বের সবচেয়ে বেশি উচ্চমাত্রার রেজ্যুলুশনের ডিসপ্লে। এটির দাম রাখা হয়েছে মাত্র এক হাজার ৩৯৯ ডলার।