ধরুন আয়ারল্যান্ডের কোন হোস্টিং কোম্পানীর সাথে আপনার একটি শেয়ার্ড (Shared) হোস্টিং ডোমেইন রয়েছে। আয়ারল্যান্ডে যে কোন ডোমেইন এর দাম তুলনামূলকভাবে বেশি এবং দামের সাথে ভ্যাটও পরিশোধ করতে হয়।
সুতরাং আয়ারল্যান্ড থেকে ডোমেইন না কিনে আমেরিকান কোম্পানী থেকে ডোমেইন কিনলে খরচ কিছুটা কম হয়। যদি আপনি ইউ এস এর কোন কোম্পানী থেকে এক বা একের অধিক ডোমেইন ক্রয় করেন তাহলে সেই ডোমেইন/ডোমেইনগুলোকে আয়ারল্যান্ডের হোস্টিং সার্ভারে হোস্ট করা সম্ভব। অথবা আপনার কোন বন্ধু যদি আপনাকে অনুরোধ করে তার ডোমেইটি আপনার শেয়ার্ড (Shared) হোস্টিং এ হোস্ট করার জন্য সেটিও আপনি নতুন করে হোস্টিং ভাড়া না করে আপনার শেয়ার্ড (Shared) হোস্টিং-এ হোস্ট করতে পারবেন।
শেয়ার্ড (Shared) হোস্টিং -এ একাধিক ডোমেইন হোস্ট করে আপনার ব্যয় কমিয়ে আনা সম্ভব। যদিও এটা নির্ভর করবে আপনার শেয়ার্ড (Shared) হোস্টিং এর সীমাবদ্ধতার উপর। যেমনঃ ডিস্ক স্পেস, ব্যান্ডউইডথ্, ডাটাবেইস এর পরিমান এবং সর্বোচ্চ ইমেইল একাউন্ট এর ব্যবহার ইত্যাদি উপর।
একটি উদাহরণ দিয়ে বিষয়টি বর্ননা করি। ধরুন আপনি netfirms.com থেকে abc.com এবং abc.org নামে দুইটি ডোমেইন ক্রয় করলেন এবং আপনার একটি shared hosting server রয়েছে আয়ারল্যান্ডে। আপনি উপরোক্ত ডোমেইনদ্বয় আয়ারল্যান্ডের সার্ভারে হোস্ট করবেন এবং abc.org টি হবে আপনার মূল ডোমেইন। অর্থাৎ আপনার কম্পিউটারের ব্রাউজারে abc.com লিখলে abc.org ওয়েবসাইটি চলে আসবে আর abc.org লিখলে এই সাইটটিই দেখা যাবে।
উপরোক্ত কাজটি সম্পাদনের জন্য আপনার হাতে আয়ারল্যান্ডের হোস্টিং প্রোভাইডারের DNS & Name Server Details গুলো অবশ্যই থাকতে হবে।
ধরুন আপনার হোস্টিং প্রোভাইডারের DNS & Name Server গুলো হচ্ছেঃ
ns5.dnsireland.com
ns6.dnsireland.com
ns7.dnsireland.ie
netfirms এর কন্ট্রোল প্যানেলে লগইন করে netfirms এর DNS সার্ভার details উপরোক্ত তিনটি DNS সার্ভারের নাম দিয়ে পরিবর্তন করে দিতে হবে। এই পরিবর্তনটি করতে হবে abc.com এবং abc.org উভয় ডোমেইনের জন্য। উদাহরণ স্বরূপ আমি এখানে netfirms এর কথা বলছি। আপনার ক্ষেত্রে তা ভিন্ন হতে পারে। অর্থাৎ আপনি hostmonster, godaddy অথবা hostgator থেকে ডোমেইন কিনতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ডোমেইন প্রোভাইডারের কন্ট্রোল প্যানেলে গিয়ে উপরোক্ত DNS & Name Server গুলো পরিবর্তন করে দিতে হবে।
লক্ষ্যনীয়ঃ
আমার রুট ডোমেইনের নাম nasirahamed.com
netfirms এ DNS & Name Server Details গুলো পরিবর্তন করার পর আপনার আয়ারল্যান্ডের হোস্টিং প্রোভাইডারের কন্ট্রোল প্যানেলে লগইন করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
Addon Domains কনফিগারঃ
১) cPanel এর Domain থেকে Addon Domains এ ক্লিক করুন
২) New Domain Name ফিল্ডে abc.com লিখুন এবং Document Root এ public_html/abc.com টাইপ করুন [হোস্টিং ভেদে public_html ফোল্ডার এর নাম অন্য কিছু হতে পারে]
৩) Add Domain বাটনে ক্লিক করুন
স্বংক্রিয়ভাবে abccom.nasirahamed.com নামে একটি subdomain তৈরি হবে এবং ব্রাউজারে abccom.nasirahamed.com লিখে abc.org Domain টিকে retrieve করা যাবে যতক্ষন না পর্যন্ত DNS সার্ভারের propagate সম্পন্ন হচ্ছে।
উপরোক্ত তিনটি ধাপ (১, ২ এবং ৩) abc.org এর জন্যও অনুসরণ করুন। অনুসরণ করার পর abcorg.nasirahamed.com নামে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি subdomain তৈরি হবে।
Redirects কনফিগারঃ
এবার আমরা রিডিরেক্ট করব abc.com ডোমেইনটিকে abc.org ডোমেইনে
১) cPanel এর Domain থেকে Redirects এ ক্লিক করুন
২) Type drop down থেকে Permanent (301) সিলেক্ট করুন
৩) https?://(www.)? drop down থেকে abc.com সিলেক্ট করুন এবং Redirects to ফিল্ডে abc.org টাইপ করুন
৪) www. redirection: -এ Redirect with or without www. রেডিও বাটনটি সিলেক্ট করুন
৫) সর্বশেষ Add বাটনে ক্লিক করুন
হয়ে গেল Domain Addon এবং Redirection এর কাজ। এবার, cPanel এর File Manager থেকে public_html/abc.org ফোল্ডারে গিয়ে নিচের কোডগুলো দিয়ে simple একটি index.html ফাইল তৈরি করুনঃ
<html>
<head>
<title>Front page of abc.org</title>
</head>
<body>
<h1>Welcome to abc.org</h1>
<p>This is a test page of abc.org</p>
</body>
</html>
মনে রাখা প্রয়োজনঃ
DNS সার্ভার/Name server এ পরিবর্তন করা হলে তা কার্যকর হতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে। এই সময়টাকে বলা হয় propagation। অর্থাৎ আপনার ডি. এন এস (DNS) এর তথ্যগুলো সমগ্র ওয়েব জুড়ে রুট নেম সার্ভার (root name server) এবং ক্যাশ রেকর্ডগুলো (cache records) আপডেট হতে ২৪ থেকে ৪৮ ঘন্টার দীর্ঘ সময় লাগবে, এই দীর্ঘ সময় লাগাটাকে বলা হয় propagation।
যেহেতু আমার রুট Domain এর নাম nasirahamed.com, সেহেতু DNS সার্ভার propagate হওয়ার আগ পর্যন্ত abc.org সাইটি এক্সেস করতে হলে ব্রাউজারে abcorgnasirahamed.com লিখতে হবে এবং তখন ব্রাউজারে উপরের বেসিক ওয়েব পেইজ টি দেখাবে।
DNS সার্ভার propagate হয়ে গেলে, ব্রাউজারে abc.org অথবা abc.com যে কোন একটি লিখলে উপরের বেসিক পেইজ টি চলে আসবে।
Redirection অথবা/এবং Addon নিয়ে কোন প্রশ্ন থাকলে ইমেইল করতে পারেন নিন্মের ঠিকানায়ঃ
নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক
nasir [dot] ahamed [at] gmail [dot] com [স্পাম প্রতিরোধে dot এবং at সিম্বল ব্যবহার করা হয়নি]