vim হচ্ছে লিনাক্স/ইউনিক্স অপারেটিং সিস্টেমে টার্মিনাল নির্ভর শক্তিশালী একটি টেক্সট এডিটর।
যদিও আরো অন্যান্য এডিটর যেমন, ন্যানো বা প্যাকো রয়েছে। কিন্তু আমি ব্যাক্তিগত ভাবে vim দিয়ে কাজ করতে পচ্ছন্দ করি।
সার্ভার সাইড কনফিগারেশন এর কাজ গুলো সাধারণত টার্মিনালেই করা হয়।
যদিও গুই (GUI - Graphics User Interface) গ্রাফিক্স ইউজার ইন্টাফেস দিয়ে কনফিগারেশন এর কাজ গুলো করা সম্ভব তবে সকল ক্ষেত্রে নয়।
দক্ষ লিনাক্স/ইউনিক্স ব্যবহারকারীরা টার্মিনালেই কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন।
তাহলে চলুন ইনষ্টল করি vi অথবা vim:
ধাপ ১ - নিচের কমান্ডটি দিয়ে internal dependencies গুলো আপডেট করে নিনঃ
# apt-get update
ধাপ ২ - ইনষ্টলের কমান্ড
# apt-get install vim
হয়ে গেল vim ইনষ্টল। এখন টার্মিনালে যেকোন ফাইল সম্পাদন করতে vi লিখে স্পেস দিয়ে ফাইলটির নাম লিখুন, যেমনঃ
# vi httpd.conf
vim শেখার জন্য রয়েছে চমৎকার ইন্টারএ্যাকটিভ স্লেফ টিচিং টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি দিয়ে আপনি নিজে নিজেই vim শিখে ফেলতে পারবেন।
vim টিউটোরিয়ালটি চালু করতে হলে টার্মিনালে নিচের কমান্ডটি দিনঃ
#vimtutor
নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক