সামজিক যোগাযোগ সাইট ফেইসবুকের ৮ কোটি ৩০ লাখ অ্যাকাউন্ট ভুয়া। এ অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। ফেইসবুক অ্যাকাউন্টে ভুয়া নাম ব্যবহার করা, পোষা প্রাণীর জন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনা করা অথবা অন্যের সাইট দেখার জন্য দ্বিতীয় কোন প্রোফাইল ব্যবহারকারীরা ভুয়ার দলে রয়েছেন।
সম্প্রতি, প্রকাশিত এক প্রতিবেদনে সোস্যাল মিডিয়া কোম্পানিটি জানিয়েছে, বিশ্বব্যাপী তাদের ৯৫ কোটি ৫০ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ৮ দশমিক ৭ শতাংশই ভুয়া।
ফেইসবুকের বিধিমালা অনুযায়ী, কোন ব্যবহারকারীর একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকতে পারবে না অথবা অন্য কারো পক্ষ থেকে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না। এছাড়া ১৩ বছরের কম বয়সী কারো ফেইসবুক প্রোফাইলের অনুমতি নেই। কিন্তু বাবা-মা'রা তাদের ছোট ছেলে-মেয়েদের অ্যাকাউন্ট খুলে একই সঙ্গে দুটি বিধি লঙ্ঘন করছে। অন্যদিকে, ফেইসবুকের ২ কোটি ২৯ লাখ অ্যাকাউন্ট আছে যেগুলো ব্যক্তির পরিচয়ে নয় বরং কোন কোম্পানির নামে, গ্রুপের নামে বা পোষা প্রাণীর নামে পরিচালিত হচ্ছে। ফেইসবুক নীতিমালা অনুযায়ী, ব্যক্তিগত ছাড়া অন্য পরিচয়েও প্রোফাইল খোলা যাবে; তবে তা অ্যাকাউন্ট হিসাবে নয়, পেজ হিসাবে খুলতে হবে।
আর ১ কোটি ৪৩ লাখ সক্রিয় ব্যবহারকারী আছে যারা সংখ্যায় কম হলেও সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে বলে জানিয়েছে ফেইসবুক। তাদের মতে, এদের কাজই যেন অনাকাঙ্ক্ষিত পোস্টিং বা অন্য কোন উপায়ে কোম্পানির নিয়ম ভাঙা। এসব কারণে কর্তৃপক্ষ যদি কারো আ্যাকাউন্ট বন্ধ করে দেয় তবে তিনি আর কোম্পানির অনুমতি ছাড়া কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন না বলে জানিয়েছে ফেইসবুক।
অনলাইন ডেস্ক