এবারে থিঙ্ক সেন্টার এম৭২ই এবং এম৯২পি এ দুটি মডেল দিয়ে লেনোভো বাজিমাত করতে চাইছে। চীনের এ বিখ্যাত পিসি নির্মাতা জনসম্মুখে হাজির হয়ে দৃঢ় কন্ঠে ঘোষণা দিয়েছে দুটি পণ্যই হবে বিশ্বের সবচেয়ে খুদে আকৃতির ডেস্কটপ পিসি।
সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে। এ দুটি পণ্যটি নির্মাণে পেশা মাধ্যমকে গুরুত্ব দিয়ে টাইটেল দেওয়া হয়েছে “বিজনেস পিসি”। লেনোভোর এ দুটি মডেলেরই নির্মাণ পরিকল্পনার প্রধান দিকটি খুদে গড়নের অবয়ব। এ পণ্যটি দুটির উচ্চতা গল্ফ বলের চেয়েও কম। এ ছাড়া এক্সটার্নাল হার্ডডিস্কের চেয়ে চারপাশের গড়ন কিছুটা বড়। এমনকি এলসিডি মনিটর স্ট্যান্ডের পেছনে এবং ডেস্কের নিচে রেখেও ব্যবহার করা সম্ভব।
অবয়বের তথ্য মতে, উচ্চতা ৭ ইঞ্চি, বিস্তৃতি ৭.১ ইঞ্চি এবং উচ্চতা ১.৪ ইঞ্চি। তাই পিসি ব্যবহারকারীরা হয়ত বহিরাংশ দেখে কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু আশার কথা, আধুনিক যন্ত্রাংশের সমন্বয়ে ডেস্কটপটিকে দারুণ ক্ষমতাসম্পন্ন করা হয়েছে।
এ ডেস্কটপের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইন্টেল কোর আই৭ সিপিইউ, হার্ডডিস্ক মেমোরি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। তবে ঘরোয়া ভোক্তাদের এ পণ্যের অভিজ্ঞতা নিতে অপেক্ষাতেই থাকতে হবে। এ মুহূর্তে শুধু উদ্যোক্তা পর্যায়ের ব্যবহারকারীরা এর সুবিধা উপভোগ করতে পারবেন।
অনলাইন ডেস্ক