দুই আয়ারল্যান্ডের একত্রীকরণে গণভোটের আয়োজন করা এখন সময়ের দাবী বলে মন্তব্য করেছেন শিনফিন লিডার মেরী লু ম্যাকডোনাল্ড। নতুন তিশখ (প্রধানমন্ত্রী) হিসেবে শপথ বাক্য পাঠ করে মিহল মার্টিন বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় দুই আয়ারল্যান্ডের সাথে অংশীদারিত্বমূলক সুসম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে।
জনাব মিহল মার্টিন বলেন, "নতুন সরকার দুই আয়ারল্যান্ডের মধ্যে সংঘটিত গুড ফ্রাইডে চুক্তির আলোকে দুই আয়ারল্যান্ডের মধ্যে পারস্পরিক স্বার্থ বিবেচনায় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে মনোনিবেশ করবে। একই দ্বীপের দুটি সার্বভৌম ভূখণ্ডের মধ্যে নতুন করে একতা প্রতিষ্ঠা করা হবে যা দুই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে চলমান গুড ফ্রাইডে চুক্তিকে আরও গতিশীল করবে।"
বিরোধী দলের নেত্রী মেরী লু ম্যাকডোনাল্ড তিশখ মার্টিনের এরুপ মনোভাবের প্রশংসা করেন এবং নতুন তিশখকে তাঁর পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানান। প্রশংসার বাণীতে ভাসালেও মিসেস মেরী তাঁর স্বভাব সুলভ রাজনৈতিক দর্শনের সুতোয় প্রতিপক্ষদের জনপ্রিয়তার ঘুড়ি কাটায় বেশ সিদ্ধ হস্ত, তাইতো বলেন, "ফিনে গেইল আর ফিনাফল পুরাতন ধাচে সাধারণ জনগণকে বোকা বানিয়ে ক্ষমতা কুক্ষিগত করলেও যে পরিবর্তনের লক্ষ্যে আইরিশ জনগণ ভোট দিয়েছে, জোট সরকার সে পরিবর্তন এনে দিতে পারবেনা।"
মিসেস মেরী লু ম্যাকডোনাল্ড বর্তমান সরকারকে আহবান করেন আইরিশ ঐক্যের জন্য রেফারেন্ডামের ডাক দিতে, তাঁর মতে দুই আয়ারল্যান্ডের একত্রিকরণের মধ্যেই আয়ারল্যান্ডের মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক