গণপরিবহনে ভ্রমণের সময় বাধ্যতামূলকভাবে মুখে মুখোশ (মাস্ক) পরিধান করার বিধানটি মন্ত্রীপরিষদে অনুমোদিত হয়েছে। এখন থেকে যেকোন গণপরিবহন যেমন বাস, ট্রেন ও ট্রামে চলাফেরা করতে হলে সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে মুখ ঢেকে রাখতে হবে অথবা মাস্ক পরিধান করতে হবে। নতুন নিয়মটি বাস্তবায়নের জন্য পরিবহন মন্ত্রী শেইন রোজ আগামীকাল মন্ত্রীপরিষদ বৈঠকে স্মারকলিপি উপস্থাপন করবেন।

নতুন এই নিয়মটি মূলত গণপরিবহন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনারই একটি অংশ, যেহেতু আয়ারল্যান্ডে জনসাধারণের চলাচলের বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সরকার চাচ্ছেন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে, তাই লকডাউনের সময় যেখানে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করতো এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আশানুরূপ সাফল্য আসায় আগের মতন বাস, ট্রেন ও ট্রাম চলাচল করবে।

আয়ারল্যান্ডে তৃতীয় ধাপে লকডাউন শিথিলতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ন্যাশনাল পাবলিক হেলথ ইমারজেন্সী টিমের নীতিনির্ধারকেরা আগামীকাল এক বৈঠকে মিলিত হচ্ছেন।

চীফ মেডিক্যাল অফিসার ডাঃ টনি হলোহান বলেন, "আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়ারল্যান্ড দৃঢ়তার পরিচয় দিয়েছে, ব্যাপক হারে কমিউনিটি সংক্রমণের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ড সঠিক পথেই হাটঁতেছে। যেহেতু আমরা এখন স্বাভাবিক জীবন যাত্রা পুনরায় ফিরিয়ে আনার জন্য অগ্রসর হচ্ছি তাই আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যাসগত পরিবর্তন নিয়ে আসাও জরুরি, সবকিছুই এখন নির্ভর করছে আমাদের উপর। দেশের প্রতিটি নাগরিকের এখন উচিত দায়িত্বশীল আচরণ করা, আমাদের বয়স্ক আত্নীয় স্বজনদের সুরক্ষার কথা ভাবা, সামাজিক দূরত্ব বজায় রাখা, গণপরিবহনে ও সুপার মার্কেটে মাস্ক পরিধান করা।যথাসম্ভব মানুষের ভীড় ও সামাজিক কর্মকাণ্ড এড়িয়ে চলা।"

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক