ডাবলিনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বসবাসের অনুমতি নবায়নের জন্য এখন থেকে আর সশরীরে ভিসা রেজিস্ট্রেশন অফিসে হাজির হতে হবে না, পুরো প্রক্রিয়াটি তারা অনলাইনেই সম্পন্ন করতে পারবেন।

ডাবলিনে অবস্থানরত NON-EU ছাত্র/ছাত্রীদের জন্য সরকার গত সোমবার নতুন একটি অনলাইন ভিসা নবায়ন সিস্টেম ঘোষণা করেছে। নতুন সিস্টেমে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই তার নবায়ন ফরম অনলাইনে পূরণ, সাপোর্টিং ডকুমেন্ট আপলোড এবং প্রদেয় ফী পরিশোধ করতে হবে। এরপর ডাকযোগে সাবমিট করতে হবে পাসপোর্ট ও বর্তমান আইরিশ রেসিডেন্স পারমিট (IRP) কার্ড।

এতদিন ডাবলিনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা তাদের ভিসা নবায়নের জন্য প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতো এবং নির্ধারিত দিনে Burgh Quay's এলাকায় আইরিশ ন্যাচারালাইজেশন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস বা (INIS) অফিসে সশরীরে হাজির হতে হতো।

নতুন ব্যবস্থাটি রাজধানী ডাবলিনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তি এনে দিলেও ডাবলিনের বাইরে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীরা এ সুবিধাটি পাচ্ছেন না। শিক্ষার্থী ছাড়া অন্য বিদেশিরা ভিসা নবায়নের এ সুবিধা পাবেন না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, তারা নতুন ব্যবস্থাটি পর্যবেক্ষণে রাখবে, যাতে করে পরবর্তী সময়ে অন্যদেরও এ সুবিধার আওতায় আনা যায়।

দুর্বল অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের কারণে আইরিশ সরকার গত কয়েক বছর যাবত বিদেশি নাগরিক ও শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়ে আসছিল। বলা হচ্ছিল, দুর্নীতিবাজ অপারেটররা বুকিং স্লট ব্লক করে পরে সেটা বেশি অর্থের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিত। শিক্ষার্থীরা জানায়, করোনা মহামারীর আগে সরকারি ওয়েবসাইটে একটি স্লট নিশ্চিত করা একরকম অসম্ভব হয়ে পড়েছিল। ফলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই একটি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অনেকে তাদের স্পর্শকাতর ব্যক্তিগত ডেটা থার্ড পার্টির হাতে তুলে দিত।

আইরিশ জাস্টিজ মিনিষ্টার চালিং ফ্ল্যালানাগান অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে বহু কাল ধরে চলে আসা দুর্ভোগের কথা স্বীকার করে বলেছেন নতুন ব্যবস্থায় ভিসা নবায়নের ক্ষেত্রে কর্মকর্তারা আরও দক্ষতার সাথে কাজ সম্পন্ন করতে পারবেন।

করোনা মহামারীর কারণে আনুমানিক এক হাজার বিদেশী শিক্ষার্থী আয়ারল্যান্ডে আটকা পড়েছে। তাদের অনেককেই গাদাগাদি করে থাকতে হচ্ছে। অনেক পাব, রেস্তোরাঁ ও দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়ের পথও বন্ধ হয়ে গেছে। ইংলিশ ল্যাংগুয়েজ স্টূডেন্টস ইউনিয়নের (ইএলএসইউ) সহ-প্রতিষ্ঠাতা Fiachra Ó Luain গত সপ্তাহে হুঁশিয়ার করে দিয়েছেন যে, বিভিন্ন স্কুল যদি বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অর্থ ফেরত না দেয়, তবে অনেক শিক্ষার্থীকে অনাহারে থাকতে হবে। ক্ষুধার জ্বালায় তাদের অনেকে পতিতাবৃত্তি ও অপরাধের পথ বেছে নিতে কিংবা আত্মহত্যা করতে পারে।

তিনি আয়ারল্যান্ডে সকল বিদেশি শিক্ষার্থী ও কর্মীর ভিসার মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়ার এবং ইন-পারসন ক্লাশের জন্য পরিশোধ করা ফিস ফেরত দেয়ার আহবান জানান।

এস. এ. রব
ডাবলিন, আয়ারল্যান্ড