এবছর জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় সদস্য দেশগুলোর এক তৃতীয়াংশের ভোটে আগামী দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে আয়ারল্যান্ড।

অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করেন মিসেস জেরালডিন বার্ন এতোদিন জাতিসংঘে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিষ্ঠার সাথে যে দায়িত্ব পালন করে আসছিলেন তা দেশটির নিরাপত্তা পরিষদে সদস্যপদ লাভে সহায়ক ভূমিকা পালন করেছে। সেদিনের জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় কি হয়েছিল এমন প্রশ্নের উত্তরে মিসেস গেরাডিন বলেন-

"সেদিন নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘের বিল্ডিংয়ের বাহিরে দাঁড়িয়ে আমি অপেক্ষায় ছিলাম কেননা ভিতরে ভোটাভুটি হচ্ছিল। ভোট চলাকালীন সময়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদপ্রার্থী দেশগুলোর প্রতিনিধিদের সভাকক্ষ থেকে বেড় হয়ে বিল্ডিংয়ের বাহিরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছিল। অনেকটা উৎকন্ঠা কাজ করছিন কেননা সদস্যদেশগুলোর এক-তৃতীয়াংশের ভোট পাওয়াটা ছিল খুব চ্যালেঞ্জিং যদিও আমরা কূটনৈতিক তৎপরতা আর সব ধরনের প্রচারণার কাজ ঠিকঠাক মতই করে রেখেছিলাম। এটা নিঃসন্দেহে খুব আনন্দের বিষয় যে আমার দেশের পক্ষ থেকে আমি নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব করছি, তিনি আরও বলেন আমার কূটনৈতিক ক্যারিয়ারে সেরা সময় এটি।"

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভের জন্য আয়ারল্যান্ড তাদের প্রার্থীতা ঘোষণা করে ২০০৫ সালে, ২০১৮ সালে এসে নিজেদের প্রার্থীতার পক্ষে ব্যপক কূটনৈতিক প্রচারণা চালায়। বার্ন ২০১৭ সাল থেকে জাতিসংঘে আয়ারল্যান্ডের প্রতিনিধি/রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন।

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক