গতকাল শুক্রবার মন্ত্রীপরিষদের বৈঠক শেষে এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী লিও ভারাতকার আয়ারল্যান্ডের লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করেছেন।
চতুর্থ ধাপে যেসব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ছিল তার অনেকগুলোই এই মাসের ২৯ তারিখে খোলা হচ্ছে। সেগুলো হলোঃ প্রার্থনার স্থান (মসজিদ, মন্দির, গীর্জা), খেলার মাঠ, ক্লাব, সেলুন, বিউটি পার্লার,শরীর চর্চার কেন্দ্র, অবকাশ কেন্দ্র, সিনেমা ইত্যাদি।
তবে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে সবকিছু খুলে দেয়া হলেও মহামারী শুরু হবার আগে যেমনটি ছিল স্বাভাবিক জীবন যাপন আবার সেভাবে শুরু করা সম্ভব নয়। খেলার মাঠগুলোতে সীমিত সংখ্যক দর্শকদের উপস্থিতিতেই
খেলোয়াড়দের খেলতে হবে, যারা বাসায় থেকে কাজ করতে সক্ষম তাদের বাসায় থেকেই কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
তিনি জীবন যাপনের ক্ষেত্রে কিছু বিষয় বিশেষভাবে মেনে চলার জন্য অনুরোধ করেন, সামাজিক দূরত্ব (২ মিটার) বজায় রাখা, বারবার হাত ধৌত করা, গণপরিবহনে ও শপিং সেন্টারগুলোতে মাস্ক পরিধান করা, মানুষেক ভীর এড়িয়ে চলা, সামাজিক কর্মকান্ডে বেশী সময় ব্যয় না করা।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক