কাউন্টি ডোনেগাল থেকে নির্বাচিত শিনফিন টিডি পরেগ ম্যাক লকলেইন (Pádraig Mac Lochlainn) পরিবহন মন্ত্রী শেইন রজের কাছে জানতে চেয়েছেন পুনরায় ড্রাইভিং টেষ্ট চালুর ব্যাপারে সরকারের নীতিগত পরিকল্পনার কথা।
রোড সেইফটি অথরিটির পরিসংখ্যান মতে আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে ড্রাইভিং টেষ্টের জন্য অপেক্ষমানদের তালিকা দীর্ঘ হচ্ছে। এখন পর্যন্ত সমগ্র আয়ারল্যান্ডের ৪৯ টি ড্রাইভিং টেষ্ট সেন্টারে ৫৫,০২৭ জন শিক্ষানবীশ ড্রাইভার ড্রাইভিং পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। এই সংখ্যা ২০,০০০ থেকে উন্নীত হয়ে বর্তমানে ৫৫,০০০ হয়েছে। কাউন্টি ডোনেগালে এককভাবে যার সংখ্যা ১৫০০'র অধিক।
বর্তমান পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া উচিত কিভাবে নিরাপদভাবে ড্রাইভিং লেসন ও ড্রাইভিং টেষ্টগুলো নেয়া যায়। এক্ষেত্রে ড্রাইভিং ইন্সট্রাকটর ও শিক্ষানবীশ ড্রাইভার উভয়েই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) পরিধান করতে পারেন।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক