আইরিশ পুলিশের (গার্ডা) গোয়েন্দা বিভাগের একজন চৌকস অফিসার "কম হরকান" দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক আহত হয়ে গতকাল (বৃহস্পতিবার, ১৮ই মে ২০২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

স্লাইগো ও মেয়োর সীমান্তবর্তী কাউন্টি রসকোমনের ছোট একটি শহর চার্লসটাউন, এখানেই বেড়ে উঠা কম হরকানের, মৃত্যুর শেষ দিন পর্যন্ত চার্লসটাউনেই কর্মরত ছিলেন। স্থানীয় সার্সফিল্ড গা ক্লাবের সাথে মৃত হরকানের ছিল নিবিড় সম্পর্ক। এই ক্লাবেই তিনি ফুটবল খেলেছেন অবসর সময় কাটিয়েছেন বন্ধুদের সাথে, এখানকার বন্ধুরাই তার ডাক নাম দিয়েছেন বিয়ার। তাঁর মৃত্যুর খবর ছডিয়ে পড়ার পর মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে স্থানীয় কমিউনিটিতে। বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সবার কন্ঠে ঝরে পড়েছে হতাশা, অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন এভাবে- হতবিহ্বল, দুঃখজনক, অবিশ্বাস্য, অকল্পনীয় এসব শব্দের ব্যবহারে।

হরকানের পারিবারিক বন্ধু জন কাসেডী বলেন, "হরকান ছিলেন একজন স্পষ্টবাদী ব্যক্তি যিনি সবসময় অন্যের বিপদে পাশে দাঁড়াতে পছন্দ করতেন হউক সেটি কর্মক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রের বাহিরে। আমি তাঁর সাথে বহু বছর একসাথে ফুটবল খেলেছি, তাঁর মৃত্যুর খবরে আমি খুবই ভেঙে পড়েছি।"

কম হরকান, প্রায় ২৫ বছর গার্ডা শিওকানাতে কর্মরত ছিলেন মৃত্যুকালে তিনি কাসোলরা গার্ডা ষ্টেশনের গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করছিলেন।

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক